দিদিকে ধন্যবাদ মোদীর

জন্মদিনে কংগ্রেস প্রধানমন্ত্রীকে বিঁধলেও রাহুল গাঁধী শুভেচ্ছা জানাতে ভোলেননি। মোদী ধন্যবাদ দিয়েছেন তাঁকেও। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও জানিয়েছেন শুভেচ্ছা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩১
Share:

নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক টানাপড়েন যতই থাক, জন্মদিনে রইল সৌজন্যেরই বার্তা। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রী উত্তর দিলেন, ‘থ্যাঙ্ক ইউ মমতা দিদি।’ ‘দিদি’র ঠিক পরেই লিখলেন ‘দাদা’কে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তার উত্তরে মোদী টুইট করলেন, ‘প্রণবদা, আপনার শুভেচ্ছা ও সর্বক্ষণের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ জন্মদিনে কংগ্রেস প্রধানমন্ত্রীকে বিঁধলেও রাহুল গাঁধী শুভেচ্ছা জানাতে ভোলেননি। মোদী ধন্যবাদ দিয়েছেন তাঁকেও। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও জানিয়েছেন শুভেচ্ছা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, বিজেপির মুখ্যমন্ত্রীরা ছাড়াও বার্তা এসেছে এনসিপি নেতা শরদ পওয়ার, সদ্য এনডিএ-তে ফেরা নীতীশ কুমারের কাছ থেকে। টুইট করেছেন লতা মঙ্গেশকর, উস্তাদ আমজাদ আলি খান, কৈলাস সত্যার্থী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। সকলকেই ধন্যবাদ জানিয়েছেন আপ্লুত মোদী। লতাকে লিখেছেন, ‘আপনার শুভেচ্ছা আমাকে দেশের উন্নয়নের জন্য আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেয়, লতা দিদি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement