Rahul Gandhi

Rahul Gandhi: তিন দিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডির কী কী প্রশ্নের মুখে পড়তে হল রাহুল গাঁধীকে?

ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৫:৫৯
Share:

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

তিন দিন, ৩০ ঘণ্টা! একাধিক প্রশ্ন।

Advertisement

ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)।

তিন দিন ধরে রাহুলকে কী কী প্রশ্ন করেছিলেন ইডির আধিকারিকরা?

Advertisement

রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের কাজ কী? রাহুল জানিয়েছেন, এটি একটি অলাভজনক সংস্থা।

ইডি: সংস্থাটির আর্থিক লেনদেন সম্পর্কে কী জানেন?

রাহুল জানান, সংস্থা থেকে একটা পয়সাও নেওয়া হয়নি। অপব্যবহারও করা হয়নি।

ইডি: এই সংস্থা যদি অলাভজনকই হয়, তা হলে ২০১০-এ সংস্থার জন্ম থেকে এ পর্যন্ত কোনও উল্লেখযোগ্য কোনও সমাজসেবামূলক কাজের খতিয়ান নেই কেন?

এর পরই রাহুলকে বলা হয়, ইয়ং ইন্ডিয়ান যদি কোনও সমাজসেবামূলক কাজ করেই থাকে তা হলে তার নথি এবং প্রমাণ দিন।

ইডি: অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) এবং ইয়ং ইন্ডিয়ান-এর মধ্যে আর্থিক লেনদেন সম্পর্কে কিছু জানেন?

সূত্রের খবর, এ প্রসঙ্গে রাহুল তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন যে, মোতিলাল ভোরা এজেএল এবং ইয়ং ইন্ডিয়ান-এর অথরাইজড সিগনেটরি ছিলেন।

এজেএল-এর আর্থিক লেনদেন সম্পর্কে কিছু জানেন?

রাহুল ইডিকে জানান, এজেএলের আর্থিক লেনদেনের বিষয়টি তাঁর হাতে ছিল না। জিজ্ঞাসাবাদের সময় এজেএল এবং ইয়ং ইন্ডিয়ান সংক্রান্ত বেশি কিছু নথি ইডিকে দেখান রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন