মন্ত্রিসভায় কারা, চলছে জোর অঙ্ক

বিহারে এনডিএ সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সরগরম এখন পটনা। বিজেপি নেতারা জানিয়েছেন, দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরেই তাঁদের তালিকা জমা দেওয়া হবে। আলোচনা হবে এনডিএ-র পুরনো সঙ্গীদের সঙ্গেও।

Advertisement

দিবাকর রায়

পটনা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০৩:২০
Share:

বিক্ষোভ: নীতীশ-বিরোধিতায় মিছিলে তেজস্বী যাদব। শুক্রবার পটনায়। ছবি: পিটিআই।

কেউ চাইছেন, ২০১৫ সালের আদলে মন্ত্রিসভার সম্প্রসারণ হোক গাঁধী ময়দান প্রাঙ্গণে। কেউ বা চাইছেন, আড়ম্বরহীন অনুষ্ঠান রাজভবনেই সেরে ফেলা হোক। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতি চাইছে রাজ্য সরকারের দুই প্রধান দলই। এ ছাড়া, বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও শপথের অনুষ্ঠানে হাজির করানোর চেষ্টা চলছে। তবে তার আগে বিহারের রাজ্যপাল পদে স্থায়ী নিয়োগ চাইছে জেডিইউ।

Advertisement

বিহারে এনডিএ সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে সরগরম এখন পটনা। বিজেপি নেতারা জানিয়েছেন, দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরেই তাঁদের তালিকা জমা দেওয়া হবে। আলোচনা হবে এনডিএ-র পুরনো সঙ্গীদের সঙ্গেও।

জেডিইউ-বিজেপি নেতারা প্রাথমিক ভাবে মন্ত্রিসভার সংখ্যা নিয়ে আলোচনা করেছেন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, নতুন মন্ত্রিসভায় জেডিইউয়ের ১৪ জন এবং বিজেপির ১১ জন ছাড়াও এনডিএ-র বাকি দলগুলি থেকে ৩ জনকে মন্ত্রী করা হবে। রাজ্য সরকারি বিভিন্ন কমিটি ও কর্পোরেশনেও প্রায় ৬০ শতাংশ আসন পাবেন এনডিএ বিধায়করা। নীতীশের দল পাবে শিক্ষা-সহ বেশ কিছু নতুন দফতর, মহাজোট জমানায় যা তাদের হাতে ছিল না।

Advertisement

পটনায় আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্থান আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাঁঝির সঙ্গে দেখা করেন সুশীল মোদী এবং নিত্যানন্দ রায়। বিধানসভায় মাঁঝির দলের একমাত্র প্রতিনিধি স্বয়ং তিনি। তবে নীতীশের মন্ত্রিসভায় যোগ দিতে চান না বলেই জানিয়ে দিয়েছেন প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ায় যে সব সুবিধা তিনি পাচ্ছেন, সাধারণ মন্ত্রী হলে তা আর পাবেন না। তবে তাঁর দলের কাউকে বিধান পরিষদে নির্বাচিত করিয়ে মন্ত্রী করার পরিকল্পনা করা হচ্ছে।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির সভাপতি রামবিলাস পাসোয়ান আজ পটনায় পৌঁছেছেন। এ দিনই ছেলে তথা জামুইয়ের সাংসদ চিরাগ পাসোয়ানকে সঙ্গে নিয়ে তিনি দেখা করেন নীতীশের সঙ্গে। পরে রামবিলাস বলেন, ‘‘বিহারের উন্নয়নের জন্য নীতীশ কুমারের সঙ্গে কাজ করতে আমরা তৈরি।’’ তবে এনডিএ শরিক, লোক সমতা পার্টির নেতা তথা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা কট্টর নীতীশ-বিরোধী। এনডিএ-র ‘নতুন শরিককে’ নিয়ে তিনি যে খুশি নন তা লুকোনোর চেষ্টাও তিনি করেননি। উল্টে জানিয়েছেন, কংগ্রেস এবং আরজেডির সঙ্গে অক্টোবর মাসে সম্মেলন করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন