নেতা কে জোটের, প্রশ্ন তুলে আক্রমণ জেটলির

মোদী-বিরোধী জোটের নেতা কে হবেন তা জানতে চেয়ে বিরোধী শিবিরের উদ্দেশে আক্রমণ শানালেন অরুণ জেটলি। প্রধানমন্ত্রীর অন্যতম সেনাপতি আজ নিজের ব্লগে বলেন, বিরোধী জোট নেতৃত্বহীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৩:১৬
Share:

মোদী-বিরোধী জোটের নেতা কে হবেন তা জানতে চেয়ে বিরোধী শিবিরের উদ্দেশে আক্রমণ শানালেন অরুণ জেটলি। প্রধানমন্ত্রীর অন্যতম সেনাপতি আজ নিজের ব্লগে বলেন, বিরোধী জোট নেতৃত্বহীন। তাই হয় বিশৃঙ্খলা নয় মোদী-আসন্ন ভোটে যে কোনও একটিকে বেছে নিতে হবে ভোটারদের।

Advertisement

বিরোধী দলগুলি যে ভাবে ভোটের মুখে এককাট্টা হচ্ছে তাতে অস্বস্তি বাড়ছে বিজেপি শিবিরে। দল বুঝতে পারছে, বিরোধী জোট ভাঙতে না পারলে ক্ষমতায় ফেরা কঠিন বিজেপির। আজ সেই সূত্র মেনেই জেটলি প্রশ্ন তোলেন, এনডিএ-র নেতা কে হবেন তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু জোটের নেতা কে হবেন? জেটলির মন্তব্য, ‘‘বিরোধী জোটে সকলেই একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। এ আসলে আত্মধ্বংসকারী, উচ্চাকাঙ্ক্ষী, আত্মকেন্দ্রিক নেতাদের জোট। এরা কেবল অস্থায়ী সরকার উপহার দিতে পারে।’’

জোট মজবুত করতে শুরু থেকেই বিরোধীরা লোকসভার ফলাফলের পরে নেতা নির্বাচনের পক্ষে। যদিও কংগ্রেসের পাশাপাশি চন্দ্রবাবু নায়ডুর মতো কিছু নেতা চান রাহুল গাঁধীকে কেন্দ্র করেই গড়ে উঠুক বিরোধী জোট। বিজেপিও ভাল করে জানে, রাহুলকে সামনে রেখেই মূলত জোট বাঁধতে চাইছেন বিরোধী দলগুলি। তাই আজ রাহুলের উদ্দেশে সুর চড়িয়ে জেটলি বলেন, ‘‘রাহুল বহু পরীক্ষিত এবং ব্যর্থ। কোনও বিষয়ে তাঁর দখল ভয় ধরানোর মতো। কোনও স্থিতিশীল ভরকেন্দ্র না থাকায় সেই ব্যক্তি এখন বিশৃঙ্খল জোটের নেতা হওয়ার স্বপ্ন দেখছেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন