ভয় পেতে হবে কেন, প্রশ্ন সুদীপের

রোজ ভ্যালি কাণ্ডে অভিযুক্ত সুদীপবাবু জানুয়ারি মাসে গ্রেফতার হন। মে মাসে জামিনে ছাড়া পাওয়ার পর অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন বাদে সংসদে যোগ দিয়েছেন। আজ বাজেটের বাড়তি অর্থ বরাদ্দ সংক্রান্ত আলোচনায় অকপটে সে কথা জানিয়েওছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৭ ০৯:৩০
Share:

ফাইল চিত্র।

স্থান লোকসভার অধিবেশন কক্ষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

‘‘সরকারের সমালোচনা করলেই জুটবে দণ্ড, কেন থাকবে এই ভয়?’’

রোজ ভ্যালি কাণ্ডে অভিযুক্ত সুদীপবাবু জানুয়ারি মাসে গ্রেফতার হন। মে মাসে জামিনে ছাড়া পাওয়ার পর অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন বাদে সংসদে যোগ দিয়েছেন। আজ বাজেটের বাড়তি অর্থ বরাদ্দ সংক্রান্ত আলোচনায় অকপটে সে কথা জানিয়েওছেন।

Advertisement

জিএসটি এবং নোট বাতিল নিয়ে আলোচনায় আজ তৃণমূলের পক্ষ থেকে বলতে ওঠেন সুদীপ। মোদী সরকারের নীতির সমালোচনা করে বলেন, ‘‘প্রত্যেক সাংসদের নিজের মতামত থাকবে এবং সেটা তিনি মুক্তমনে সংসদে বলতেও পারেন। যদি যুক্তিযুক্ত ভাবে সরকারের সমালোচনা কেউ করেন, সেটা যেন ভাল ভাবে নেওয়া হয়। সরকারের সমালোচনা করলেই দণ্ডিত হতে হবে এই ভয়টা কেন পাব আমি?’’

নভেম্বরে নোট বাতিলের পর সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছিলেন তৃণমূল সাংসদেরা।
সেই বিতর্কে অংশ নিয়েছিলেন সুদীপ। কিন্তু জেলে থাকার কারণে বাজেট অধিবেশনে যোগ দিতে পারেননি।

আজ বললেন, ‘‘আমরা চেয়েছিলাম একই সঙ্গে দু’রকম নোট যেন বাতিল না করা হয়। বিষয়টি নিয়ে শীতকালীন অধিবেশনে বললেও বাজেট অধিবেশনে বিতর্কে অংশ নিতে পারিনি। কারণ জেলে ছিলাম।’’

রাজনৈতিক সূত্রের বক্তব্য, আজ এই বক্তৃতার মাধ্যমে প্রতিহিংসার রাজনীতির বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সুদীপ। সেই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্পর্কে তাঁর শংসাবাক্য, ‘‘আমি তো মনে করি অরুণ জেটলি সবচেয়ে দক্ষ অর্থমন্ত্রী।’’ তিনি অসুস্থ থাকাকালীন জেটলি দু’বার ফোন
করে তাঁর খোঁজ নিয়েছেন, জানিয়েছেন সে কথাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন