Crime

আত্মহত্যা করেছিলেন স্ত্রী, ‘ফেঁসে যাওয়ার ভয়ে’ দেহ সুটকেসে ভরলেন স্বামী! ফেলার আগেই আটক

৩২ বছর বয়সি ওই মহিলার পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। মহিলার স্বামী জানিয়েছেন, রবিবার দুপুরে তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ২৩:২৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন স্ত্রী। ফেঁসে যাওয়ার ভয়ে দেহ সুটকেসে ভরে ফেলে আসার তোড়জোড় করছিলেন স্বামী। কিন্তু তার আগেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোল পুলিশ! রবিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের তিলহার শহরে ঘটনাটি ঘটেছে। সুটকেসের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

৩২ বছর বয়সি ওই মহিলার পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। মহিলার স্বামী জানিয়েছেন, রবিবার দুপুরে তাঁর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর পরেই পুলিশি পদক্ষেপের ভয়ে মৃতদেহটি স্যুটকেসের ভিতরে ভরে ফেলেন পরিজনেরা। জিজ্ঞাসাবাদে দম্পতির সন্তান-সহ পরিবারের অন্য সদস্যেরাও একই কথা জানিয়েছেন। শুধু তা-ই নয়, এর পর দেহটি ফেলে আসার তোড়জোড়ও করছিলেন তাঁরা। কিন্তু তার আগেই পুলিশ গিয়ে মহিলার দেহটি উদ্ধার করে।

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই ব্যক্তির নাম অশোক কুমার। তাঁর স্ত্রী সবিতার মৃতদেহ তাঁদেরই বাড়িতে একটি সুটকেসের ভিতর থেকে পাওয়া গিয়েছে। অশোকের দাবি, রবিবার আত্মহত্যা করেছিলেন সবিতা। অশোকের ভাই-ই পুলিশে খবর দেন। তবে যখন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়, তখন দেখা যায়, পুলিশের ভয়ে দেহটি ইতিমধ্যেই একটি সুটকেসে ভরে ফেলেছেন পরিজনেরা! তবে, সুটকেসে দেহ লুকিয়ে রাখার ঘটনায় সন্দেহ জেগেছে তদন্তকারীদের। প্রাথমিক পরীক্ষায় মৃতার গলায় ক্ষতচিহ্নও মিলেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। চলছে তদন্তও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement