National News

পাল্টা জবাব দেওয়ার পরই সবটা জানানো হবে, বললেন সেনাপ্রধান

পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করা হবেই, স্পষ্ট ইঙ্গিত দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ঠিক কী পরিকল্পনা করেছে সেনা, তা অবশ্য স্পষ্ট করলেন না তিনি। সংবাদমাধ্যমকে জানালেন, ভবিষ্যৎ পদক্ষেপ কী, তা ভারতীয় সেনা আগে থেকে ফাঁস করে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ২০:৪৬
Share:

পাকিস্তানকে ‘যোগ্য জবাব’ দেওয়ার প্রস্তুতি যে শুরু হয়ে গিয়েছে, সে কথা সেনাপ্রধান বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করা হবেই, স্পষ্ট ইঙ্গিত দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ঠিক কী পরিকল্পনা করেছে সেনা, তা অবশ্য স্পষ্ট করলেন না তিনি। সংবাদমাধ্যমকে জানালেন, ভবিষ্যৎ পদক্ষেপ কী, তা ভারতীয় সেনা আগে থেকে ফাঁস করে না। কিন্তু গত ১ মে জম্মু-কাশ্মীরের পুঞ্চে যে জঘন্য ঘটনা পাকিস্তান ঘটিয়েছে, তার প্রতিক্রিয়ায় সামরিক পদক্ষেপই যে হবে, সে কথাও জেনারেল বিপিন রাওয়াত বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে হামলা হওয়ার পরের দিনই সেনাপ্রধান নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন। ছবি: পিটিআই।

এ দিন একটি অনুষ্ঠানের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান। পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে, স্বাভাবিক ভাবেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় জেনারেল রাওয়াতকে। তিনি বলেন, ‘‘ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আমরা আগে থেকে কথা বলি না। পরিকল্পনা রূপায়িত হওয়ার পর আমরা বিশদে তা জানিয়ে দিই।’’ তবে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ হবে কি না, সে নিয়ে যে কোনও সংশয় থাকা উচিত নয়, তা-ও সেনাপ্রধান বুঝিয়ে দিয়েছেন। তিনি এ দিন বলেছেন, ‘‘এ ধরনের হামলা যখনই হয়, তখনই আমরা পাল্টা আক্রমণ করি।’’

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে ২০টি গ্রাম ঘিরে বড়সড় অভিযানে সেনা, সিআরপিএফ, পুলিশ

পুঞ্চের কৃষ্ণা ঘাটি সেক্টরে হামলা হওয়ার পরেই সেনা জানিয়েছিল, যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে। বাহিনীর নর্দার্ন কম্যান্ড বিবৃতি দিয়ে পাকিস্তানের এই হামলাকে ‘জঘন্য’ এবং ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছিল। এই বর্বর হামলার ‘উপযুক্ত জবাব’ পাকিস্তানকে দেওয়া হবে। বিবৃতিতে এমনই লেখা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন