জেটলিকে ফের চিঠি, নীরব-খোঁচা মুখ্যমন্ত্রীর

ফের কেন্দ্রের প্রস্তাবিত আমানত সুরক্ষা খসড়া (দ্য ফিনান্সিয়ান রিজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (২০১৭) বা এফআরডিআই) বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৮
Share:

ফের কেন্দ্রের প্রস্তাবিত আমানত সুরক্ষা খসড়া (দ্য ফিনান্সিয়ান রিজলিউশন অ্যান্ড ডিপোজিট ইনশিওরেন্স (২০১৭) বা এফআরডিআই) বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরব মোদির নাম না করে তাঁর আর্থিক কেলেঙ্কারির ঘটনাও কেন্দ্রকে মনে করিয়ে দিয়েছেন তিনি। গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী ওই বিলকে সাধারণ মানুষের ‘স্বার্থবিরোধী’ বলে প্রতিবাদ জানিয়ে জেটলিকে চিঠি দিয়েছিলেন। বিল প্রত্যাহারেরও দাবি জানিয়েছিলেন। সম্প্রতি জেটলি মুখ্যমন্ত্রীকে তাঁর উত্তর দিয়েছেন। গত বছর এফআরডিআই বিলের পক্ষে কেন্দ্রের মতামত জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী পন রাধাকৃষ্ণনও। কিন্তু মমতা জানিয়েছেন, এই বিলের সপক্ষে কেন্দ্রের কোনও যুক্তি তিনি মানতে রাজি নন। আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে বলে কেন্দ্র যা বোঝাতে চাইছে, বাস্তবে উল্টোটাই হবে বলে মুখ্যমন্ত্রী মনে করেন।

Advertisement

চিঠিতে মমতা লিখেছেন, বিভিন্ন ব্যাঙ্কের ঋণখেলাপি কিছু মানুষের স্বার্থরক্ষার কথাই এই বিলে ভাবা হচ্ছে। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের গচ্ছিত অর্থ শেয়ারে বদলে দেওয়া যেতে পারে, সুদের হারে হেরফের করা যাবে, আমানতের টাকা বাড়তি সময় আটকে রাখতে পারবে ব্যাঙ্ক— এমন সব ব্যবস্থাই থাকছে বিলটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন