National News

পুলওয়ামায় পর পর দু’টি ব্যাঙ্ক লুঠ করল জঙ্গিরা

বুধবার দিনদুপুরে ঘণ্টাদুয়েকের ব্যবধানে পুলওয়ামার দু’টি এলাকার দু’টি ব্যাঙ্ক লুঠ করল জঙ্গিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৮:৫৬
Share:

ব্যাঙ্ক লুঠ পুলওয়ামায়। ছবি-এএনআই।

তহবিলের জন্য কাশ্মীরে আবার ব্যাঙ্কগুলিকে টার্গেট করেছে জঙ্গিরা। একের পর এক ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটছে। হামলা শুরু হয়েছে ব্যাঙ্কের ক্যাশ ভ্যানের ওপর।

Advertisement

বুধবার দিনদুপুরে ঘণ্টাদুয়েকের ব্যবধানে পুলওয়ামার দু’টি এলাকার দু’টি ব্যাঙ্ক লুঠ করল জঙ্গিরা। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে পর পর তিনটি ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটল। গত সোমবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার দমহাল হাঞ্জি পোরা এলাকায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের একটি ক্যাশ ভ্যানের ওপর হামলা চালায় জঙ্গিরা। চালায় এলোপাথাড়ি গুলি। জঙ্গিদের গুলিতে পাঁচ জন পুলিশকর্মী ও ব্যাঙ্কের দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়।

পুলিশ জানাচ্ছে, এ দিন ব্যাঙ্ক লুঠের দু’টি ঘটনাই ঘটেছে উপদ্রুত পুলওয়ামা জেলায়। সকালে জেলার ওয়াঘিবাঘ গ্রামে এল্লাকাই দেহাতি ব্যাঙ্কে ডাকাতির ঘণ্টাদু’য়েকের মধ্যেই জঙ্গিরা হানা দেয় কাকাপোরা এলাকায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের নিহামা শাখায়। মঙ্গলবার ওই এল্লাকাই দেহাতি ব্যাঙ্কেরই ইয়ারিপোরা শাখায় ঢুকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা ৬৫ হাজার টাকা লুঠ করে পালিয়ে যায়। ব্যাঙ্ক ডাকাতির প্রথম ঘটনাটি ঘটে এ দিন পুলওয়ামার ওয়াঘিবাঘ জেলার এল্লাকাই দেহাতি ব্যাঙ্কে। মুখোশপরা চার বন্দুকধারী আচমকা ব্যাঙ্কে ঢুকে কর্মীদের ওপর চড়াও হয়। তার পর মিনিট দশেকের মধ্যেই ব্যাঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় জঙ্গিরা। এর ঘণ্টাদু’য়েকের মধ্যেই মুখোশপরা বন্দুকধারীরা চড়াও হয় পুলওয়ামারই কাকপোরা এলাকায় জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের নিহামা শাখায়। সেখান থেকেও কয়েক লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় বন্দুকধারীরা।

Advertisement

আরও পড়ুন- আইএস জঙ্গিকে বিয়ে করতে সিরিয়ায় পালিয়ে যান এফবিআই কর্মী

মুখ্যমন্ত্রী ওই ব্যাঙ্ক ডাকাতির ঘটনার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, ‘‘পর পর ব্যাঙ্ক লুঠ করে আর সেনা জওয়ান মেরে কী লাভটা হচ্ছে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement