Bomb Scare

প্রেমে প্রত্যাখ্যাত, যুবককে ফাঁসাতে ১২ রাজ্যে বোমাতঙ্ক ছড়িয়ে গ্রেফতার তরুণী ইঞ্জিনিয়ার

পুলিশ জানিয়েছে, মোট ১২টি রাজ্যে হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিলেন জোশিলডা। হুমকি মেল পাঠানো হয় গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৫৪
Share:

ধৃত ইঞ্জিনিয়ার। ছবি: সংগৃহীত।

দেশের ১২টি রাজ্যে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক বহুজাতিক সংস্থার মহিলা ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রেনে জোশিলডা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জোশিলডা গুজরাতের এক যুবককে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই যুবক। প্রত্যাখ্যাত হয়ে ওই যুবককে ফাঁসানোর পরিকল্পনা করেন জোশিলডা। ভুয়ো অ্যাকাউন্ট খোলেন তিনি। তার পর সেই অ্যাকাউন্ট থেকে একের পর এক বোমার হুমকি পাঠাতে শুরু করেন বিভিন্ন রাজ্যে।

পুলিশ জানিয়েছে, মোট ১২টি রাজ্যে হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিলেন জোশিলডা। হুমকি মেল পাঠানো হয় গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও। জোশিলডা মোট ২১টি হুমকি মেল পাঠিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অহমদাবাদ পুলিশের সাইবার শাখা হুমকিবার্তা প্রেরককে চিহ্নিত করে। তার পরই চেন্নাই থেকে শনিবার জোসিলডাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

অহমদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) শরদ সিঙ্ঘল জানিয়েছেন, জোশিলডা বেশ কয়েকটি ভুয়ো নামে ইমেল অ্যাকাউন্ট খুলেছিলেন। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট আবার তাঁর ‘প্রেমিক’ দিভজি প্রভাকরের নামে ছিল। দিভজিকেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন জোশিলডা। তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু কোনও চাহিদাই তাঁর পূরণ হয়নি। আর সেই চাহিদা পূরণ না হওয়ায় দিভজিকে ফাঁসানোর পরিকল্পনা করেন। বর্তমানে একটি নামী বহুজাতিক সংস্থার শীর্ষ পদে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement