পঠানকোট সেনাঘাঁটিতে ছদ্মবেশী মহিলা! চরম সতর্কতা জারি

ফের শিরোনামে পঠানকোট। সিআরপিএফ-এর পোশাক পরে পঠানকোটের সেনাঘাঁটিতে এক মহিলার সন্দেহজনক গতিবিধি চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবে। সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সেনাবাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১২:০১
Share:

ফের শিরোনামে পঠানকোট। সিআরপিএফ-এর পোশাক পরে পঠানকোটের সেনাঘাঁটিতে এক মহিলার সন্দেহজনক গতিবিধি চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবে। সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সেনাবাহিনী।

Advertisement

পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হানার স্মৃতি এখনও তাজা। আড়াই দিন লড়াই চালিয়ে বায়ুসেনা ঘাঁটিকে জঙ্গিমুক্ত করতে হয়েছিল। সেই ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই কি ফের চক্রান্ত পঠানকোটকে ঘিরে? শুক্রবার সকালে পঠানকোটে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এলাকায় ওই ছদ্মবেশী মহিলার সন্দেহজনক গতিবিধি এবং তার আটক হওয়ার খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সেনাবাহিনী সূত্রের খবর, সেনাঘাঁটি এলাকায় সিআরপিএফ-এর পোশাক পরে এক মহিলাকে ঘুরতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হতেই পদক্ষেপ করে কর্তৃপক্ষ। মহিলাকে আটক করা হয়েছে। সেনার পদস্থ কর্তারা তাকে জেরা করছেন।

Advertisement

আরও পড়ুন:

চিন-পাক গাঁটছড়ায় নজর, দ্বিগুণ সংখ্যায় ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

সেনার তরফে স্পষ্ট করে এখনও জানানো হয়নি আটক মহিলার পরিচয়। সিআরপিএফ-এর পোশাক পরে সেনাঘাঁটিতে সে কেন ঢুকেছে, তাও এখনও জানা যায়নি। তবে পঠানকোট সেনা ছাউনি এবং বায়ুসেনা ঘাঁটিতে চরম সতর্কতা জারি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন