মধ্যপ্রদেশে দম্পতি প্রিয়া এবং পুরুষোত্তম। ছবি: সংগৃহীত।
মধ্যপ্রদেশের ছোট একটি শহর রাজগড়। সেই শহরেই এক তরুণী তাঁর স্বামীকে নিজের কিডনি দিয়ে নতুন জীবন দান করলেন। করবা চৌথ-এ স্বামীকে দেওয়া জীবনের সেরা উপহার এটাই। এমনই বললেন তরুণী।
তরুণীর নাম প্রিয়া। তাঁর স্বামী পুরুষোত্তম কিডনির সমস্যায় ভুগছিলেন। দু’দিন আগেই তাঁকে নিজের কিডনি দান করেন প্রিয়া। পরিবার সূত্রে খবর, দু’জনেই সুস্থ আছেন। কোভিডে আক্রান্ত হয়েছিলেন যুবক। সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু কিছু দিন পর থেকেই অন্য উপসর্গ দেখা দেয় তাঁর। ক্রমাগত মাথাব্যথা এবং ক্লান্তির কারণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল পরিবারের। শারীরিক পরীক্ষা করতেই জানা যায়, পুরুষোত্তমের দু’টি কিডনিই বিকল হয়ে গিয়েছে। চিকিৎসকেরা জানিয়ে দেন, যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন করতে হবে। না হলে বাঁচানো যাবে না পুরুষোত্তমকে।
পুরুষোত্তমের এই অবস্থায় দিশাহারা হয়ে পড়ে পরিবার। কিন্তু কেউই অঙ্গদানের জন্য এগিয়ে আসেননি। কিন্তু কোনও রকম ইতস্তত না করেই পুরুষোত্তমের স্ত্রী নিজের কিডনি দান করতে রাজি হয়ে যান। তিনি বলেন, ‘‘যদি আমার কিডনি দানে স্বামীর জীবন বাঁচে, তা হলে এটাই হবে আমার জীবনের সেরা করবা চৌথ।’’ পুরুষোত্তম বলেন, ‘‘আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে প্রিয়া। এ বার থেকে প্রতিটি করবা চৌথ আমার পুনর্জীবন হিসাবে পালন করব।’’