National News

বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা

স্বামীর অন্ত্যেষ্টির টাকা জোগাড় করতে মাত্র দু’হাজার টাকায় কোলের ছেলেকে বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন। সেই টাকা রোজগার করতে আগরা এসেছিলেন অসমের ডিমাপুরের সেই হতদরিদ্র মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৫:০৬
Share:

স্বামীর অন্ত্যেষ্টির টাকা জোগাড় করতে মাত্র দু’হাজার টাকায় কোলের ছেলেকে বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন। সেই টাকা রোজগার করতে আগরা এসেছিলেন অসমের ডিমাপুরের সেই হতদরিদ্র মহিলা। ফেরার পথে ট্রেন থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত সোমবার সকালে আগরা স্টেশনে রীতা নামের ওই মহিলাকে একা বসে থাকতে দেখেন নরেশ পরস নামে এক সমাজকর্মী। সে দিনই আরপিএফ এবং জিআরপি-র সঙ্গে কথা বলে টুন্ডলা স্টেশন থেকে ডিমাপুরগামী ব্রহ্মপুত্র মেলে তুলে দেন তাঁকে। বুধবার ডিমাপুর পুলিশ জানায়, ব্রহ্মপুত্র মেলে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুন: শহর নোংরা করার দায়ে পুলিশের গুলিতে মরল ছাগল, শুয়োরের দল

Advertisement

নরেশ জানান, জিআরপি কনস্টেবলের কাছ থেকে মৌখিক আশ্বাস পাওয়ার পরই রাত আড়াইটে নাগাদ রীতাকে ব্রহ্মপুত্র মেলের জেনারেল কামরায় তুলে দিয়ে আগরা ফিরে আসেন তিনি। যদিও, তাঁর দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে টুন্ডলা স্টেশনে কর্মরত জিআরপি কর্মী সত্যেন্দ্র শর্মা জানিয়েছেন, এই রকম কোনও ঘটনাই ঘটেনি। কেউ তাঁর কাছে কোনও রকম সাহায্য চাননি। ওই দিন ব্রহ্মপুত্র মেলে এমন কোনও মহিলার ওঠার কোনও রেকর্ডই তাঁর কাছে নেই।

অন্য দিকে, ডিমাপুর পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার আকুম লাম বলেন, ট্রেন ডিমাপুর পৌঁছনোর পর আমরা জেনারেল কামরায় ওই মহিলাকে খুঁজে পাইনি। এখন স্টেশনের সিসিটিভি ফুটেজের উপরই ভরসা করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন