Money Laundering

টাকা দিলেই দ্বিগুণ ফেরত! বিত্তশালী মহিলাদের পার্টিতে ডেকে প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে গ্রেফতার মহিলা

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সবিতা। তিনি পার্টির আয়োজন করতেন। মূলত সেই পার্টিতে বিত্তশালী মহিলাদের আমন্ত্রণ জানাতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৭:১০
Share:

অভিযুক্ত মহিলা সবিতা। ছবি: সংগৃহীত।

পার্টিতে বিত্তশালী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতেন। তার পর তাঁদের বিনিয়োগে উৎসাহ দিতেন। দ্বিগুণ থেকে চার গুণ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিতেন। তাঁর কথার ফাঁদে পড়ে অনেকেই বিনিয়োগ করেন। কিন্তু টাকা ফেরত নিতে গিয়ে দেখেন তাঁদের ‘বন্ধু’ই বেপাত্তা। তার পরই অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে প্রতারক মহিলা এবং তাঁর ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সবিতা। তিনি পার্টির আয়োজন করতেন। মূলত সেই পার্টিতে বিত্তশালী মহিলাদের আমন্ত্রণ জানাতেন। কোন কোন মহিলাকে আমন্ত্রিতের তালিকায় রাখা যায়, আগে তাঁদের বাছাই করতেন। তার পর পার্টিতে আমন্ত্রণ জানাতেন। পার্টিতে হইহুল্লোড়ের মাঝে নিজের লক্ষ্যপূরণের কাজটিও সেরে ফেলতেন সবিতা। তাঁদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করতেন। তার পর তাঁদের বোঝাতেন সংযুক্ত আরব আমিরশাহিতে বিনিয়োগ করলে দ্বিগুণ থেকে চতুর্গুণ টাকা ফেরত পাওয়া যাবে। অনেককে আবার কম দামে আরব দেশে সোনা কিনে রাখার বিষয়েও উৎসাহ দিতেন।

ভাল ‘রিটার্ন’ পাওয়ার আশায় তাঁর বন্ধুদের অনেকেই কেউ ১০ লাখ, কেউ ৫০ লাখ, কেউ আবার কোটি টাকাও বিনিয়োগ করেন। এ ভাবে ২০ জন মহিলার কাছ থেকে কয়েক কোটি টাকা সবিতা আত্মসাৎ করেন বলে অভিযোগ। সম্প্রতি কুসুমা নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে সবিতা-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুসুমার দাবি, কয়েক দফায় সবিতাকে ৯৫ লক্ষ টাকা দিয়েছিলেন। প্রথমে ২০ লক্ষ টাকা দেন। সেটির দ্বিগুণ টাকা ফেরতও পেয়েছিলেন। তার পর তাঁকে আরও টাকা বিনিয়োগ করতে বলা হয়। সবিতার পরামর্শমতো দফায় দফায় আরও কয়েক লক্ষ টাকা দেন কুসুমা। কিন্তু এক বছর পর টাকা ফেরত আনতে গিয়ে দেখেন সবিতার কোনও পাত্তা নেই। তার পরই তিনি পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ সবিতা এবং তাঁর ছয় সহযোগীকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement