murder

বিয়েবাড়িতে গান নিয়ে বচসা, দিল্লিতে গুলি করে খুন মহিলাকে

বিয়েবাড়িতে কী গান বাজানো হবে, তা নিয়ে বচসার জের। আচমকাই গুলি করলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন এক মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১২:৪১
Share:

প্রতীকী ছবি।

বিয়েবাড়িতে কী গান বাজানো হবে, তা নিয়ে বচসা। আর তারই জেরে আচমকা গুলি করলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন এক মহিলা। বিয়েবাড়ির আনন্দ উৎসব ছেয়ে গেল রক্তপাত আর শোকের আবহে।

Advertisement

অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বিয়েবাড়িতে কী গান বাজানো হবে, তা নিয়ে বচসা শুরু হয়েছিল ওই মহিলার স্বামী ও এক ব্যক্তির মধ্যে।

আচমকাই বন্দুক বের করেন তিনি। স্বামীকে বাঁচাতে এসেই গুলিতে প্রাণ হারান ওই মহিলা। দিল্লির মঙ্গলপুরি এলাকায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

আরও পড়ুন: কবে ফের যুদ্ধবিমান চালাতে পারবেন অভিনন্দন? কী বলছে নিয়ম​

৩২ বছরের ওই মহিলা তাঁর ভাইপোর বিয়েতে এসেছিলেন স্বামীর সঙ্গে। সেখানেই কী গান বাজানো হবে, তা নিয়ে বচসা শুরু হয় বেশ কয়েকজনের। এর পরই মহিলার স্বামী সজ্জন ও অপর দুই ব্যক্তি আকাশ ও সন্দীপের মধ্যে ঝামেলা শুরু হয়। এঁদের মধ্যেই এক জন পিস্তল উঁচিয়ে সজ্জনকে লক্ষ্য করে গুলি করে। সজ্জনের স্ত্রী সুনীতা স্বামীকে বাঁচাতে ছুটে আসেন। গুলি লাগে তাঁর। হাসপাতলে নিয়ে গেলে সুনীতাকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কাশ্মীর সীমান্তে ভয়ঙ্কর গোলাবর্ষণ পাকিস্তানের, কুপওয়ারায় চলছে সেনা জঙ্গি লড়াই​

ওই দুই ব্যক্তির নামে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির নামে এর আগে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল, জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement