কন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।
গান শুনিয়ে নিজের তিন বছরের মেয়েকে ঘুম পাড়ালেন। তার পর তাকে কোলে নিয়ে হ্রদের ধার ধরে পায়চারি করছিলেন। কিছু ক্ষণ পায়চারির পর ঘুমন্ত মেয়েকে ছুড়ে ফেলে দিলেন জলে। রাজস্থানের অজমেরে এক বধূর বিরুদ্ধে তাঁর কন্যাকে খুনের অভিযোগ উঠল।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অঞ্জলি। মঙ্গলবার তাঁকে শহরের আনাসাগর হ্রদের কাছে রাত দেড়টা নাগাদ ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের হেড কনস্টেবল গোবিন্দ শর্মার। অঞ্জলির সঙ্গে এক ব্যক্তিও ছিলেন। বৈশালীনগর থেকে বজরঙ্গগঢ়ের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ে ওই পুলিশকর্মী তাঁদের জিজ্ঞাসা করেন এত রাতে এ ভাবে কেন ঘোরাফেরা করছেন। তখন অঞ্জলি জানান, তাঁর তিন বছরের কন্যা হারিয়ে গিয়েছে। তাকে খোঁজাখুঁজি করছেন।
পুলিশও তল্লাশি শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হয়। তখন দেখা যায়, অঞ্জলির কোলে তাঁর মেয়ে। মেয়েটি ঘুমোচ্ছিল। আনাসাগর হ্রদের ধারে মেয়েকে নিয়ে হাঁটতে দেখা যায় ওই ফুটেজে। ঘণ্টাখানেক পরে অঞ্জলিকে একা দেখা যায়। তাঁর কোলে মেয়েটি ছিল না। অঞ্জলি ফোনে ব্যস্ত ছিলেন। সেই ফুটেজের ভিত্তিতে অঞ্জলির প্রতি সন্দেহ আরও দৃঢ় হয় পুলিশের। বুধবার সকালে শিশুকন্যাটির দেহ ভেসে ওঠে হ্রদের জলে। তার পরই অঞ্জলিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
জেরার মুখে কন্যাকে হ্রদের জলে ছুড়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন অঞ্জলি। এমনই জানিয়েছেন তদন্তকারী এক আধিকারিক। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিবাহিত হওয়া সত্ত্বেও এক ব্যক্তির সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন অঞ্জলি। তাঁর দাবি, লিভ ইন সঙ্গী কন্যাকে সহ্য করতে পারতেন না। কন্যার জন্য নিত্যদিন অশান্তি হত। তাই অতিষ্ঠ হয়েই কন্যাকে হ্রদের জলে ফেলে দিয়েছেন। অঞ্জলি এবং তাঁর লিভ ইন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।