Body Recovered

দিল্লির ভাড়া বাড়ি থেকে উদ্ধার মা এবং দুই মেয়ের দেহ, আর্থিক অনটনের কারণেই কি আত্মঘাতী!

তাঁদের পরিচিতেরা দাবি করেছেন, আর্থিক অনটনে ছিল পরিবারটি। গত দু’মাস বাড়ির ভাড়াও মেটাতে পারেননি তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৯:৩০
Share:

মা এবং দুই কন্যার দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দিল্লির বদরপুরে একটি বাড়ি থেকে উদ্ধার মা এবং দুই মেয়ের দেহ। ওই বাড়িতে দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন ৪২ বছরের ওই মহিলা। তাঁর দুই কন্যার বয়স ১৮ এবং নয় বছর। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন তিন জন। তাঁদের পরিচিতেরা দাবি করেছেন, আর্থিক অনটনে ছিল পরিবারটি। গত দু’মাস বাড়ির ভাড়াও মেটাতে পারেননি তাঁরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বদরপুরের ওই বাড়ি থেকে পচা গন্ধ বার হচ্ছিল। এর পরেই স্থানীয়েরা থানায় ফোন করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে তিন জনের দেহ পড়ে রয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ পূর্ব) রবি কুমার জানিয়েছেন, দেহগুলি পচগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিন জনের মুখ থেকেই গ্যাঁজলা বেরিয়ে আসছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে তিন জনের। বিষাক্ত কিছু খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। ডিসিপি কুমার জানিয়েছেন, আর্থিক সঙ্কটের কারণেই সম্ভবত আত্মঘাতী হয়েছেন তাঁরা। তাঁদের ভাড়াও বকেয়া পড়ে রয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, মহিলার বড় মেয়ে প্রতিবেশীদের জানিয়েছিলেন, তাঁর বাবা আর বেঁচে নেই। তাঁর বাবার কি হঠাৎই মৃত্যু হয়েছে, সেই কারণেই কি আর্থিক অনটন, এই সব বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement