Azam Khan

সুরক্ষার জন্য মেয়েদের বাড়িতে থাকার পরামর্শ আজম খানের

একজন মেয়ের কাছে সব থেকে নিরাপদ জায়গা তার বাড়ি। সে জন্য বাড়িতেই থাকা উচিত মেয়েদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১৯:০৮
Share:

নারী সুরক্ষা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য আজম খানের।—ফাইল চিত্র।

নারী সুরক্ষায় মেয়েদের ঘরে থাকার বিধান দিলেন সমাজবাদী পার্টির বিধায়ক আজম খান।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের রামপুরে দুই তরুণীর শ্লীলতাহানির ভিডিও প্রকাশ করে দুষ্কৃতীরা। এই রামপুরের সপা বিধায়ক আজম খান। রবিবার এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকেই আক্রমণ করেন এই সপা নেতা। পাশাপাশি নিরাপত্তার কারণে মেয়েদের ঘরে থাকার বিধান দিয়েছেন তিনি। এ দিন আজম খান বলেন, ‘‘এমন জায়গায় মেয়েদের যাওয়া উচিত নয়, যেখানে নির্লজ্জ ছেলেরা থাকে। একজন মেয়ের কাছে সব থেকে নিরাপদ জায়গা তার বাড়ি। সে জন্য বাড়িতেই থাকা উচিত মেয়েদের।’’

এর আগেও আজম খানের একাধিক মন্তব্য বিতর্ক তৈরি করেছে। বরাবরই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন আজম খান। সম্প্রতি বাবরি মসজিদ তৈরি হবে বলে বিতর্কে জড়িয়েছিলেন এই সমাজবাদী পার্টির নেতা। কখনও বলেছেন, উত্তরপ্রদেশে কষাইখানা চালায় হিন্দুরা, কখনও আবার মুসলমানদের গরুর মাংস ছেড়ে দেওয়া উচিত বলে বিতর্ক উস্কে দিয়েছেন। এ দিন নারী সুরক্ষা নিয়ে আজম খানের মন্তব্য ঘিরে সরব হয়েছে মহিলা সংগঠনগুলি।

Advertisement

আরও পড়ুন: ১৪ জন মিলে ২ তরুণীর শ্লীলতাহানি, ইন্টারনেটে ভাইরাল ভিডিও!

তবে, মেয়েদের উপদেশ দিয়েই ক্ষান্ত হননি এই সমাজবাদী পার্টির নেতা। আজম খানের অভিযোগ, ‘‘উত্তরপ্রদেশের মেয়েদের কোনও সুরক্ষা নেই। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। নষ্ট হয়ে গিয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন