National news

৯৪ বছরে এমন বৃষ্টি দেখেনি কেরল, বন্যায় মৃত বেড়ে ৩৯

কেরলে বন্যা পরিস্থিতি এই নিয়ে পাঁচ দিনে পড়ল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু’দিন বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আর বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতির হাত থেকেও নিস্তার মিলবে না কেরলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ১৩:২৬
Share:

পলাক্কাদে এক বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: পিটিআই।

১৯২৪ সালের পর এই প্রথম এত ভয়াবহ বৃষ্টি দেখছে কেরল। যার জেরে বন্যায় এখনও পর্যন্ত এই মরসুমে ১৮৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা!

Advertisement

কেরলে বন্যা পরিস্থিতি এই নিয়ে পাঁচ দিনে পড়ল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু’দিন বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আর বৃষ্টি না কমলে বন্যা পরিস্থিতির হাত থেকেও নিস্তার মিলবে না কেরলের।

কেরলের মুখ্যমন্ত্রীর অফিস থেকে টুইট করে জানানো হয়েছে, শুধুমাত্র গত পাঁচ দিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর এই বর্ষার মরসুমে মারা গিয়েছেন ১৮৬ জন। বন্যা, ও ধস সংক্রান্ত বিপর্যয়েই এই মৃত্যু। এছাড়াও ২০ হাজার বাড়ি ভেঙেছে। ১০ হাজার কিলোমিটার রাজ্য সড়ক ক্ষতিগ্রস্ত। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ হাজার ৩১৬ কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন: গণহারে গণপিটুনির দায় বিরোধীদের উপর চাপালেন মোদী

উদুক্কি, ওয়ানাড়, এর্নাকুলাম সহ রাজ্যের মোট ১০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায়। কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সমস্ত রকম সাহাষ্যের আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রের তরফে কেরলকে ১০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানান তিনি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন বন্যার কারণে যাঁদের পাসপোর্ট নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের বিনা খরচে পাসপোর্ট দেওয়া হবে।

জেলায় জেলায় ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। প্রচুর মানুষকে সেখানে পাঠানো হচ্ছে। উদ্ধারকাজ চালাচ্ছে সেনা।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement