স্মার্ট স্কুলের ভুল মানচিত্র, বিতর্ক

আছে নিজস্ব স্কুল-বাড়ি, আছে ছাত্র, শিক্ষকও। আধুনিক শিক্ষা দানের যাবতীয় ব্যবস্থা থাকা এই স্কুলে রয়েছে প্রয়োজনীয় ‘গবেষণাগার’। আছে কম্পিউটার। এমনকী গ্রামের এই বিদ্যালয়ে রয়েছে হাইস্পিড ইন্টারনেট ব্যবস্থাও। এটি একটি ‘স্মার্ট স্কুল’। হাইলাকান্দি ব্লকের মাটিজুরি-পাইকান গ্রাম পঞ্চায়েত এলাকার এই স্কুলটির নাম সুশীল পাল এম ভি স্কুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০২:৫৯
Share:

সেই বিতর্কিত মানচিত্র।— নিজস্ব চিত্র।

আছে নিজস্ব স্কুল-বাড়ি, আছে ছাত্র, শিক্ষকও। আধুনিক শিক্ষা দানের যাবতীয় ব্যবস্থা থাকা এই স্কুলে রয়েছে প্রয়োজনীয় ‘গবেষণাগার’। আছে কম্পিউটার। এমনকী গ্রামের এই বিদ্যালয়ে রয়েছে হাইস্পিড ইন্টারনেট ব্যবস্থাও। এটি একটি ‘স্মার্ট স্কুল’।

Advertisement

হাইলাকান্দি ব্লকের মাটিজুরি-পাইকান গ্রাম পঞ্চায়েত এলাকার এই স্কুলটির নাম সুশীল পাল এম ভি স্কুল। সর্বশিক্ষা মিশনের অর্থে এটিকে ‘স্মার্ট’ স্কুল হিসেবে গড়ে তোলা হয়েছে। এত সুব্যবস্থা থাকা সত্ত্বেও বিতর্কের মুখে পড়েছে স্কুলটি।

বিতর্কের মূলে রয়েছে ভারতের একটি মানচিত্র। স্কুলের দেওয়ালে আঁকা ভারতবর্ষ। কিন্তু তা ভুলে ভরা। অসমের সঙ্গে জুড়ে রয়েছে বিহার। প্রদেশের সংখ্যা দেখানো রয়েছে ১৭টি। এ রাজ্যের সীমানা চেপেছে ও রাজ্যের ঘাড়ে। এমন নানা ভুল। অভিভাবকদের বক্তব্য, এই ভুল মানচিত্রের উপর ভরসা করেই ছাত্রছাত্রীদের দেশ সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে।

Advertisement

হাইলাকান্দির সার্কল অফিসার সরফরাজ হকের নজরে বিষয়টি আসতেই শুরু হয় এ নিয়ে হইচই। সচেতন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে কি করে একটি স্মার্ট স্কুলে এই ঘটনা ঘটল? প্রশ্ন, কী ভাবে এমন একটা ভুল সকলের চোখ এড়িয়ে গেল? হাইলাকান্দি ব্লকের প্রাথমিক শিক্ষা আধিকারিক ইকবাল হুসেনে বক্তব্য, ‘‘বিষয়টি আমি জানতাম না। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’’ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা দত্তের বক্তব্য, ‘‘মানচিত্রটি আগে থেকেই স্কুলের দেওয়ালে আকা রয়েছে। আমি কিছু দিন হল প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়েছি। তাই এ বিষয়ে এখনই বিশেষ কিছু বলতে পারব না।’’ তবে দ্রুত যে ভুল সংশোধন করে নেওয়া হবে সে সম্পর্কে তিনিও আশ্বস্ত করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement