Yogi Adityanath

তাজ দর্শনে যোগী, আধ ঘণ্টা থাকবেন শাহজাহানের সমাধিতে

সেখানে প্রায় ৩০ মিনিট কাটাবেন তিনি। এই প্রথম তাজ দর্শনে যাচ্ছেন যোগী। তাজমহল ছাড়াও শাহজাহানের সমাধিস্থল, মুমতাজ মহল, আগরা ফোর্টে যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ১৬:১২
Share:

ড্যামেজ কন্ট্রোল করতে তাজমহলকে আগেই ভারতীয় শ্রমিকদের পরিশ্রমের ফসল বলে মন্তব্য করেছিলেন। আর এ বার স্বয়ং তাজমহল দেখতে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ২৬ অক্টোবর তাজমহল দেখতে যাবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, সেখানে প্রায় ৩০ মিনিট কাটাবেন তিনি। এই প্রথম তাজ দর্শনে যাচ্ছেন যোগী। তাজমহল ছাড়াও শাহজাহানের সমাধিস্থল, মুমতাজ মহল, আগরা ফোর্টে যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisement

তাজমহল নিয়ে কম বিতর্কে পড়তে হয়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। রাজ্য সরকারের প্রকাশিত পর্যটন প্রচার পুস্তিকায় নাম ছিল না তাজের। যা নিয়ে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেরও তোপের মুখে পড়তে হয় যোগী প্রশাসনকে। সেই বিতর্কের রেশ কাটার আগেই উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতিতে কলঙ্ক চিহ্ন’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: ‘ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্ত দিয়ে গড়া তাজমহল’

Advertisement

আরও পড়ুন: তাজমহলই নেই যোগীর পর্যটন বুকলেটে!

এর পর বিতর্ক এড়াতে ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় খোদ যোগীকে। গোরক্ষপুরে এক জনসভায় তিনি বলেন, ‘‘কী কারণে বা কে তাজমহল গড়েছেন সেই বিষয়ের গভীরে যেতে চাই না। ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্ত দিয়ে গড়া হয়েছে তাজমহল।’’ আর এ বার তাজমহল দর্শনে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আদিত্যনাথের আগরা-যাত্রার আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলেও সরকারি ভাবে অবশ্য জানানো হয়েছে, আগরার বিভিন্ন পর্যটন-সহ অন্যান্য প্রকল্পের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন