Yogi Adityanath

বাজি বিক্রেতার মুক্তি, দীপাবলি উপহার যোগীর

ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার পাশাপাশি মেয়েটির জন্য দীপাবলির উপহার হিসেবে মিষ্টি পাঠানোর নির্দেশ দেন তিনি। 

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০৩:১২
Share:

যোগী আদিত্যনাথ।— ফাইল চিত্র

ভুয়ো সংঘর্ষ, ধর্ষণের অভিযোগ পেয়েও পদক্ষেপ না করার মতো নানা অভিযোগ বারবার উঠেছে যোগী আদিত্যনাথের পুলিশের বিরুদ্ধে। কিন্তু দীপাবলিতে পুলিশি কাজকর্মকে ‘মানবিক’ রূপ দিতে আতশবাজি বিক্রির দায়ে ধৃত এক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর মেয়ের জন্য দীপাবলির উপহারও পাঠালেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রীর সহযোগী শলভমণি ত্রিপাঠী জানান, সম্প্রতি বুলন্দশহরের মুন্ডাখেড়া রোড এলাকায় তল্লাশির সময়ে বাজি বিক্রির অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের ভ্যানে তোলার সময়ে এক বালিকা তার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার পুলিশকে অনুরোধ করতে থাকে। পুলিশকর্মীরা তাকে পাত্তা দেননি। অসহায় ভাবে ভ্যানের গায়ে মাথা ঠুকতে থাকে মেয়েটি। পুলিশকর্মীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভ্যান নিয়ে চলে যান।

এই ঘটনার ভিডিয়ো ভাইরাল। শলভমণি জানিয়েছেন, ভিডিয়ো দেখে মুখ্যমন্ত্রীর মনে হয় এ ক্ষেত্রে পুলিশ সংবেদনশীল আচরণ করেনি। ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার পাশাপাশি মেয়েটির জন্য দীপাবলির উপহার হিসেবে মিষ্টি পাঠানোর নির্দেশ দেন তিনি।

Advertisement

ঘটনার কথা স্বীকার করেছেন বুলন্দশহর পুলিশের এসএসপি সন্তোষ সিংহও। তিনি জানিয়েছেন, মানবিক ভাবে পরিস্থিতি সামাল না দেওয়ায় ব্রজবীর নামে এক কনস্টেবলকে পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন