National News

কী করে যোগ্য বিধায়ক হবেন, ক্লাস নিলেন যোগী

উত্তরপ্রদেশের বিধায়কদের ‘শিক্ষিত করার দায়িত্ব’ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার থেকেই শুরু হয়েছে যোগীর এই ক্লাস। বৃহস্পতিবারও তা চলবে। মূলত প্রথম বারের বিধায়কদের কথা মাথায় রেখেই তাঁর এই উদ্যোগ। বিধানসভার কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল করতেই তাঁদের ‘শিখিয়ে-পড়িয়ে’ নেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৭:৫১
Share:

—ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের বিধায়কদের ‘শিক্ষিত করার দায়িত্ব’ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার থেকেই শুরু হয়েছে যোগীর এই ক্লাস। বৃহস্পতিবারও তা চলবে। মূলত প্রথম বারের বিধায়কদের কথা মাথায় রেখেই তাঁর এই উদ্যোগ। বিধানসভার কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল করতেই তাঁদের ‘শিখিয়ে-পড়িয়ে’ নেওয়া হবে।

Advertisement

বিষয়টা ঠিক কী?

বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব কেমন ভাবে সামলানো উচিত বা কী রকম প্রশ্ন করা উচিত সে বিষয়গুলি বিধায়কদের শেখানো হবে এই দু’দিন। এ ছাড়া, বিধানসভায় শৃঙ্খলা বজায় রাখা নিয়েও গুরুত্বপূর্ণ টিপ্‌স পাবেন তাঁরা। তবে, এই ক্লাস শুধু দলীয় বিধায়কদের জন্য নয়। বিরোধী দলগুলির সদস্যরাও এতে যোগ দেবেন।

Advertisement

আরও পড়ুন

নিয়ন্ত্রণরেখার ওপারে চলে গিয়েছে রক্তের দাগ, বিদেশ মন্ত্রকে তলব পাক দূতকে

মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ এই প্রথম উত্তরপ্রদেশ বিধানসভায় পা রেখেছেন। তবে মুখ্যমন্ত্রী হওয়ার আগে সাংসদ হিসাবে পাঁচ বার নির্বাচিত হয়েছেন তিনি। ফলে প্রশ্নোত্তর পর্ব-সহ সংসদের বিভিন্ন অধিবেশনের খুঁটিনাটি বিষয়ে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। এ দিন সকালে তাঁর ভাষণ দিয়েই কর্মশালা শুরু হয়। মুখ্যমন্ত্রীর ভাষণ ছাড়াও আগামিকাল এই কর্মশালায় আসবেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক-সহ প্রাক্তন বিধায়কেরাও। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকরের থাকার কথা। সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে কথাবার্তা বলবেন তাঁরা।

আরও পড়ুন

চমক দিতে গিয়ে বেইজ্জত! দিল্লির জন্য জবাব খুঁজছেন রাজ্য বিজেপি-র নেতারা

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই একাধিক সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। এর মধ্যে রয়েছে মন্ত্রী-আমলাদের দিনে ১৮ ঘণ্টা কাজ করার মতো নির্দেশও। তবে, উত্তরপ্রদেশের বিধায়কদের জন্য এ ধরনের কর্মশালা এই প্রথম নয়। ২০১২-তে নির্বাচিত হওয়ার পর এ রকম কর্মশালার আয়োজন করেছিলেন যোগীর পূর্বসূরি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

আগামী ১৫ মে বিধানসভার প্রথম অধিবেশন। তার আগেই বিধায়কদের ‘শিখিয়েপড়িয়ে’ নিতে চান আদিত্যনাথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন