নীতীশের দরবারে মার যুবককে

অভিযোগ জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর ‘জনতা দরবারে’। ফিরে যেতে হল তাঁর সমর্থকদের হাতে মার খেয়ে। সোমবার পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দরবারের এই ঘটনায় হতবাক সকলেই। সারণের বাসিন্দা মণীশ কুমার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য লাইনে দাঁড়়িয়েছিলেন। বছর দুয়েক আগে ছপরা জেলায় বন্যা হয়েছিল। কিন্তু এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০৩:১৯
Share:

অভিযোগ জানাতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর ‘জনতা দরবারে’। ফিরে যেতে হল তাঁর সমর্থকদের হাতে মার খেয়ে। সোমবার পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দরবারের এই ঘটনায় হতবাক সকলেই। সারণের বাসিন্দা মণীশ কুমার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য লাইনে দাঁড়়িয়েছিলেন। বছর দুয়েক আগে ছপরা জেলায় বন্যা হয়েছিল। কিন্তু এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দরবারে নাম নথিভুক্তির সময়ই মণীশের অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রীর দফতরের কর্মচারীরা তাঁকে জানিয়ে দেন, জনতা দরবারে তাঁর যাওয়া হবে না। অভিযোগ, ক্ষুব্ধ মণীশ চিৎকার শুরু করলে কিছু লোক তাঁর উপরে চড়়াও হয়। পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন