Kerala Incident

জ্যান্ত মাছ মুখের ভিতর ঢুকে ছটফট! কাঁটায় গলার নলি ছিঁড়ে মৃত্যু যুবকের, অসহায় দর্শক বন্ধুরা

ধানখেতের জমা জলে অনেক মাছ উঠে পড়েছিল। কেরলের এক যুবক তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে সেখানে মাছ ধরছিলেন। একটি মাছ মুখে ধরে হাত দিয়ে দ্বিতীয় মাছ ধরতে যান তিনি। তখনই মাছটি মুখে ঢুকে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:১৮
Share:

মাছ ধরার সময়ে জ্যান্ত মাছ গলায় ঢুকে মৃত্যু যুবকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জ্যান্ত মাছ গলায় ঢুকে মৃত্যু হল এক যুবকের। মাঠের কাদামাটিতে বন্ধুদের সঙ্গে তিনি মাছ ধরতে নেমেছিলেন। সেই সময়েই একটি মাছ তাঁর গলায় ঢুকে যায়। জ্যান্ত মাছ গলার ভিতরে গিয়ে ছটফট করতে থাকে। কোনও ভাবেই সেটিকে বার করা যায়নি। মাঠে উপস্থিত যুবকের বন্ধুরা অসহায় দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। মাছের কাঁটায় তাঁর মুখ এবং গলার একাধিক নলি ছিঁড়ে গিয়েছিল।

Advertisement

কেরলের আলাপ্পুঝার কেয়ামকুলাম এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আদর্শ ওরফে উন্নি (২৫)। বৃষ্টির কারণে ধানখেতে জল জমে গিয়েছিল। সেই কাদামাটিতে কয়েক জন বন্ধুর সঙ্গে তিনি মাছ ধরতে নেমেছিলেন। মাঠের জল বার করার কাজও করছিলেন তাঁরা। রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

কী ভাবে মাছ ধরতে গিয়ে তা মুখের ভিতর ঢুকে গেল? যুবকের বন্ধুরা জানিয়েছেন, জলের সঙ্গে ধানখেতে অনেক মাছ ঢুকে পড়েছিল। যুবক একটি মাছ ধরার পর তা নিজের মুখে পুরে আলত করে কামড়ে ধরে হাত দিয়ে দ্বিতীয় মাছটি ধরার চেষ্টা করছিলেন। সেই সময়ে মাছটি খুব ছটফট করছিল। অসাবধানতায় মুখ থেকে ছিটকে তা গলার ভিতরে চলে যায়।

Advertisement

গলায় গিয়েও ছটফট করতে থাকে মাছটি। কাঁটায় যুবকের মুখের ভিতরের নলি ক্ষতবিক্ষত হয়। দ্রুত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরাও তাঁকে বাঁচাতে পারেননি। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement