ছুরিতে জখম

দু’জনের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাহত হলেন এক যুবক। ঘটনার জেরে গণপিটুনিতে জখম হল অভিযুক্তও। দু’জনই হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানায়, করিমগঞ্জ শহরের লক্ষ্মীচরণ রোডে গত রাতে ১০টা নাগাদ সুশীল নাথ নামে এক ব্যক্তির সঙ্গে অন্য এক জনের বচসা শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০২:৫৫
Share:

দু’জনের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাহত হলেন এক যুবক। ঘটনার জেরে গণপিটুনিতে জখম হল অভিযুক্তও। দু’জনই হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানায়, করিমগঞ্জ শহরের লক্ষ্মীচরণ রোডে গত রাতে ১০টা নাগাদ সুশীল নাথ নামে এক ব্যক্তির সঙ্গে অন্য এক জনের বচসা শুরু হয়। ঝামেলা থামাতে যান পরিতোষ দাস। তিনি দু’জনকে সরিয়ে দেন। অভিযোগ, আচমকা সুশীল পরিতোষবাবুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত মারাত্মক কি না, তা জানতে সুশীলও ওই হাসপাতালে যায়। তখন পরিতোষবাবুর আত্মীয়-বন্ধুরা তাকে বেধড়ক মারধর করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement