পুলিশের ভয়ে

পুলিশের ভয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল এক যুবক। এমনই অভিযোগ উঠেছে অসমের গোলাঘাটে। পুলিশ জানায়, ইসলামপট্টির বাসিন্দা এক যুবক তাঁর গাড়ি নিয়ে এরেঙাপাড়ার ‘নো-এন্ট্রি’ থাকা রাস্তায় ঢোকে। পুলিশ ধাওয়া করে তাঁর বাড়িতে যায়। ওই যুবককে থানায় ডেকে পাঠানো হয়।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৫:১৩
Share:

পুলিশের ভয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল এক যুবক। এমনই অভিযোগ উঠেছে অসমের গোলাঘাটে। পুলিশ জানায়, ইসলামপট্টির বাসিন্দা এক যুবক তাঁর গাড়ি নিয়ে এরেঙাপাড়ার ‘নো-এন্ট্রি’ থাকা রাস্তায় ঢোকে। পুলিশ ধাওয়া করে তাঁর বাড়িতে যায়। ওই যুবককে থানায় ডেকে পাঠানো হয়। তাঁর বাবার অভিযোগ, পুলিশ শনিবার রাতে তাঁদের বাড়িতে এসে ২০ হাজার টাকা ঘুষ চায়। বলা হয়, টাকা না পেলে তাঁর ছেলেকে থানায় নিয়ে গিয়ে অত্যাচার চালানো হবে। এর পরই তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাড়ির লোক দরজা ভেঙে দেখে, তিনি সিলিং পাখার সঙ্গে দড়ির ফাঁসে ঝুলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement