ইনাম ঘোষণা করল এনআইএ

মণিপুরে সেনা কনভয়ে হামলায় জড়িত জঙ্গিদের ধরতে পুরস্কার ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এক বিবৃতিতে তারা জানায়, এই বছর ৪ জুন মণিপুরের চান্ডেল জেলায় সেনা কনভয়ে হওয়া হামলায় ১৮ জন জওয়ান মারা গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০৩:৩৭
Share:

সেনা কনভয়ে হামলাকারী জঙ্গীদল। হামলার পরে খাপলাং গোষ্ঠার পাঠানো ছবি

মণিপুরে সেনা কনভয়ে হামলায় জড়িত জঙ্গিদের ধরতে পুরস্কার ঘোষণা করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এক বিবৃতিতে তারা জানায়, এই বছর ৪ জুন মণিপুরের চান্ডেল জেলায় সেনা কনভয়ে হওয়া হামলায় ১৮ জন জওয়ান মারা গিয়েছিলেন। সেনার গুলিতে মারা যায় রাজাংলুং নাগা নামে কেওয়াইকেএলের এক কম্যান্ডার। পরে জঙ্গলে উদ্ধার হয় কেইসাম রাজেন নামে কেওয়াইকেএলের এক কর্পোরালের দেহ। পরে তদন্তে নেমে ওই ঘটনায় জড়িত কয়েকজন জঙ্গিকে ধরতে পারলেও হামলায় সক্রিয়ভাবে অংশ নেওয়া এনএসসিএন খাপলাং, কেওয়াইকেএল, কেএলও ও কেসিপি সংগঠনের জঙ্গিদের ধরতে পারেনি এনআইএ। তারা ঘটনার পরেই মায়ানমারে পালিয়ে গিয়েছিল। ঘটনার দু’দিন পরে হামলার সাফল্যের কথা ঘোষণা করে হামলাকারীদের ছবি প্রকাশ করে খাপলাং বাহিনী। জঙ্গি সংগঠনের নেতারা মায়নমারের শিবিরে হামলাকারী ২২ জন জঙ্গিকে সম্বর্ধনাও দেয়। এনআইএ ওই ঘটনায় জড়িত অভিযোগে খাপলাং বাহিনীর অর্থমন্ত্রী স্টারসন লামকং-এর নামে সাত লক্ষ, কেসিপির কার্যবাহী সভাপতি কে নয়ন সিংহের নামে পাঁচ লক্ষ, কেওয়াইকেএলের প্রচার বিভাগের ডেপুটি সেক্রেটারি থৈবার নামে চার লক্ষ, থৈডাম নামে কেসিপির এক জঙ্গির নামে চার লক্ষ, কেএলওর তপন রায়ের নামে দু’লক্ষ টাকাসহ হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত মোট ২৪ জন জঙ্গির ব্যাপারে নির্দিষ্ট খবর দিতে পারলে দুই থেকে সাত লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন