কেরলের ধর্ষণ-কাণ্ডে রিপোর্ট তলব কেন্দ্রের

কেরলের ধর্ষণ কাণ্ডে এখনও কেউ গ্রেফতার না হলেও বুধবার, এক সন্দেহভাজনকে চিহ্নিত করল পুলিশ। নিহত ছাত্রীর মায়ের দাবি, তাঁর মেয়েকে উত্যক্ত করা হচ্ছে বলে এক বছর ধরে পুলিশের কাছে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু গুরুত্ব দেয়নি পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ০৩:৩৮
Share:

কেরলের ধর্ষণ কাণ্ডে এখনও কেউ গ্রেফতার না হলেও বুধবার, এক সন্দেহভাজনকে চিহ্নিত করল পুলিশ। নিহত ছাত্রীর মায়ের দাবি, তাঁর মেয়েকে উত্যক্ত করা হচ্ছে বলে এক বছর ধরে পুলিশের কাছে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু গুরুত্ব দেয়নি পুলিশ। বুধবার মেয়েটির বাড়িতে যান মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। তিনি বলেন, ‘‘কড়া আইনি পদক্ষেপের সামনে কোনও কিছুই বাধা হবে না। অপরাধীদের খুঁজে বার করে উচিত শাস্তি দেওয়া হবেই।’’ এই নিেয় কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক কেরল সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। এ দিকে বুধবার গণধর্ষণের অভিযোগ ঘটেছে তিরুঅনন্তপুরমে। ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণে অভিযুক্ত এক অটোরিকশা চালক ও তার দুই সঙ্গী। তাদের খোঁজে তল্লাশি চলছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন