গুজরাত ডায়েরি

ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনে আসা অতিথিদের ভিড় জমেছে ছবি তোলানোর কয়েকটি বিশেষ কাউন্টারের সামনে। লাইন দিয়ে গিয়ে কাউন্টারের সামনে পৌঁছলেই তুলে নেওয়া হচ্ছে সেই ব্যক্তির ছবি। ছবিটি জায়ান্ট স্ক্রিনে দেখাও যাচ্ছে, কিন্তু সাধারণ ছবি হিসেবে নয়, প্রযুক্তির কারসাজিতে ছবির ব্যক্তির পাশে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী।

Advertisement
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৫ ০৩:০০
Share:

মোদী নিজস্বী

Advertisement

—নিজস্ব চিত্র

ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনে আসা অতিথিদের ভিড় জমেছে ছবি তোলানোর কয়েকটি বিশেষ কাউন্টারের সামনে। লাইন দিয়ে গিয়ে কাউন্টারের সামনে পৌঁছলেই তুলে নেওয়া হচ্ছে সেই ব্যক্তির ছবি। ছবিটি জায়ান্ট স্ক্রিনে দেখাও যাচ্ছে, কিন্তু সাধারণ ছবি হিসেবে নয়, প্রযুক্তির কারসাজিতে ছবির ব্যক্তির পাশে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী।

Advertisement

সম্মেলনে ফেরি

—নিজস্ব চিত্র

এক লক্ষ পঁচিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে সেজেছে ভাইব্র্যান্ট গুজরাতের আসর। এ প্রান্তে একটা সেমিনার প্রেক্ষাগৃহ, তো খাওয়ার জায়গা সেই মাথায়। সমস্যা মেটাতে হাজির কয়েকটি ছোট ছোট ব্যাটারিচালিত গাড়ি। সম্মেলনের অতিথিদের এক প্রেক্ষাগৃহ থেকে অন্য প্রেক্ষাগৃহে নিয়ে যেতে চলাচল করছে সেগুলি।

ত্রিমাত্রিক গাঁধী

ভাইব্র্যান্ট গুজরাতের অনুষ্ঠানস্থলে অর্থাৎ মহাত্মা মন্দিরে মোট দশটা বিশাল মাপের সেমিনার প্রেক্ষাগৃহ রয়েছে। ২০১২ সালে তৃতীয় বার গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পরের বছরেই মহাত্মা মন্দির গড়ে তোলেন মোদী। এর মুখ্য আকর্ষণ, গাঁধীর জীবনীর উপর ভিত্তি করে ত্রিমাত্রিক ছবি ও ভিডিও-র অনুষ্ঠান।

সম্মেলনের সংখ্যাতত্ত্ব

১১০টা দেশ থেকে এসেছেন ২৫ হাজার প্রতিনিধি। আন্তর্জাতিক প্রতিনিধি দলের সংখ্যা ৫৬। এসেছিলেন ৩০০ জন বিশ্বনেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সিইও। বাণিজ্যিক চুক্তি সই হয়েছে মোট ৪০০টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন