গো-হত্যার অভিযোগে ফের অশান্ত উত্তরপ্রদেশ

দাদরির ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি। ফের গো-হত্যা নিয়ে অশান্ত হয়ে উঠল উত্তরপ্রদেশ। অশান্তির জেরে মৈনপুরিতে নামল পুলিশ ও কমব্যাট ফোর্স। জ্বালানো হল পুলিশের গাড়িও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ১২:৫৫
Share:

জ্বলছে পুলিশের গাড়ি। ছবি: পিটিআই।

দাদরির ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি। ফের গো-হত্যা নিয়ে অশান্ত হয়ে উঠল উত্তরপ্রদেশ। অশান্তির জেরে মৈনপুরিতে নামল পুলিশ ও কমব্যাট ফোর্স। জ্বালানো হল পুলিশের গাড়িও।

Advertisement

মৈনপুরি এলাকার নাগারিয়া গ্রামে একটি গরু মেরে তার ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এই অভিযোগে চার ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। শুরু হয় গণপিটুনি। মৃত গরুর দেহ নিয়ে পথ অবরোধও শুরু করে স্থানীয়রা। কিছু ক্ষণের মধ্যেই পুলিশ গিয়ে ওই চার জনকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ক্ষুব্ধ গ্রামবাসীরা আক্রমণ করে পুলিশকেও, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের একাধিক গাড়ি।

জেলাশাসক চন্দ্রপাল সিংহ জানিয়েছেন, এলাকা থেকে একটি গরুর দেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু সেটিকে মেরে তার ছাল ছাড়ানো হয়েছে, না কি গরুটি আগেই কোনও রোগে মারা গিয়েছে, সেটির জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

দাদরির পথে হেঁটে অবশ্য এ ক্ষেত্রেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে সমাজবাদী পার্টি এবং বিজেপি। সপা নেতা শিবপাল যাদবের দাবি, “আবারও একটি শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু আমরা সজাগ রয়েছি।” বিজেপি অবশ্য সপার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন