চেন্নাইয়ে বঙ্গ উত্‌সব

তামিলনাড়ুতে প্রবাসী বাঙালির সংখ্যা কম নয়। তাঁদের নিয়ে বাঙালি অ্যাসোসিয়েশনও প্রচুর। এ বারই প্রথম চেন্নাইয়ের ৭টি প্রধান বাঙালি অ্যাসোসিয়েশন এক ছাতার তলায় এল ‘বঙ্গ মেলা উত্‌সবে’র জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৮
Share:

তামিলনাড়ুতে প্রবাসী বাঙালির সংখ্যা কম নয়। তাঁদের নিয়ে বাঙালি অ্যাসোসিয়েশনও প্রচুর। এ বারই প্রথম চেন্নাইয়ের ৭টি প্রধান বাঙালি অ্যাসোসিয়েশন এক ছাতার তলায় এল ‘বঙ্গ মেলা উত্‌সবে’র জন্য। ওই ৭ সংগঠন মিলে তৈরি ‘চেন্নাই বঙ্গ সংস্কৃতি সম্মেলন সমিতি’ (সিবিএসএসএস)-র আয়োজনে আজ, শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম ‘বঙ্গ মেলা উত্‌সব’। উদ্যোক্তাদের তরফে সুরম্য দাশগুপ্ত জানিয়েছেন, চেন্নাইয়ের টি নগরে আজ উত্‌সবের উদ্বোধন করার কথা শিল্পী অজয় চক্রবর্তীর। উত্‌সব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। খাদ্য উত্‌সব, হস্তশিল্প মেলা, বইমেলা এবং সংস্কৃতি ও সাহিত্য উত্‌সব এই চার ধরনের বিভাগ থাকছে তিন দিনের উত্‌সবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement