ছবি-বিতর্কে অখিলেশ

ফের বিতর্কে জড়ালেন অখিলেশ যাদব। সৌজন্যে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, সহারনপুর গোষ্ঠী-সংঘর্ষের অন্যতম অভিযুক্তের পাশে দাঁড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার ছবিটি প্রথমে একটি হিন্দি দৈনিকের ওয়েবসাইটে প্রকাশিত হলে শুরু হয় তীব্র বিতর্ক। অখিলেশ-প্রশাসন অবশ্য জানিয়েছে, ওই ছবিটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৪ ০৩:০৭
Share:

ফের বিতর্কে জড়ালেন অখিলেশ যাদব। সৌজন্যে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, সহারনপুর গোষ্ঠী-সংঘর্ষের অন্যতম অভিযুক্তের পাশে দাঁড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শনিবার ছবিটি প্রথমে একটি হিন্দি দৈনিকের ওয়েবসাইটে প্রকাশিত হলে শুরু হয় তীব্র বিতর্ক। অখিলেশ-প্রশাসন অবশ্য জানিয়েছে, ওই ছবিটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।

Advertisement

এর আগেও অবশ্য এ ধরনের বিতর্কে জড়িয়েছেন অখিলেশ। গত সেপ্টেম্বরে বিরোধীরা অভিযোগ জানিয়েছিলেন, মুজফ্ফরনগর গোষ্ঠী-সংঘর্ষে অভিযুক্ত মৌলানা নাজিরের সঙ্গে দেখা করেছেন তিনি। এ বার অবশ্য সরাসরি বিরোধী দলের কেউ তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি।

প্রশাসন সূত্রে খবর, হিন্দি দৈনিকের ওয়েবসাইটে এ দিন প্রথমে বিতর্কিত ছবিটি প্রকাশিত হয়। সূত্রের দাবি, সেটি পয়লা এপ্রিল তোলা হয়েছিল। পরে সেটি সমাজবাদী পার্টিরই কোনও নেতার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যাকাউন্টে আপলোড করা হয়। সেখান থেকেই ছবিটি হিন্দি দৈনিকের ওয়েবসাইটে নেওয়া হয়েছিল বলে দাবি প্রশাসনের। এ দিন উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র বলেন, “সহারনপুর গোষ্ঠী-সংঘর্ষে অভিযুক্তের সঙ্গে অখিলেশের ছবি নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।” মুখপাত্র আরও জানান, মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশকে প্রতি দিন বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়। তা ছাড়া, যে ছবিটি ঘিরে বিতর্ক তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও অনেকে রয়েছেন। সুতরাং ওই ছবি থেকে কোনও ব্যাখ্যা তৈরি করা অর্থহীন।

Advertisement

তাঁর দাবি, সহারনপুরে শান্তি বিঘ্নিত করেছিল যারা, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে সরকার। শুক্রবার ওই গোষ্ঠী-সংঘর্ষ নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। দু’সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন