টুকরো খবর

রাজ্যে লোকসভা ভোট মেটার পর থেকে ত্রিপুরার মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলেগুলির একাংশের লাগাতার সমালোচনা, নিন্দা, অভিযোগ এবং ব্যক্তিগত স্তরে যে আক্রমণ চলছে, তার নিন্দা করল আইএএস অফিসার সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টার। এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান কে ভি সত্যনারায়ণ জানান, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আশুতোষ জিন্দালের সাংবিধানিক দায়-দায়িত্ব পালনের বিষয়ে ত্রিপুরার রাজনৈতিক দলগুলির একাংশ যে ঢঙে ব্যক্তিগত পর্যায়ের আক্রমণে নেমেছে তা সংগঠনের নজরে এসেছে।

Advertisement
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০৪:১২
Share:

সিইও-র পাশেই তাঁর সহকর্মীরা
নিজস্ব সংবাদদাতা • আগরতলা

Advertisement

রাজ্যে লোকসভা ভোট মেটার পর থেকে ত্রিপুরার মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলেগুলির একাংশের লাগাতার সমালোচনা, নিন্দা, অভিযোগ এবং ব্যক্তিগত স্তরে যে আক্রমণ চলছে, তার নিন্দা করল আইএএস অফিসার সংগঠনের ত্রিপুরা চ্যাপ্টার। এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান কে ভি সত্যনারায়ণ জানান, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আশুতোষ জিন্দালের সাংবিধানিক দায়-দায়িত্ব পালনের বিষয়ে ত্রিপুরার রাজনৈতিক দলগুলির একাংশ যে ঢঙে ব্যক্তিগত পর্যায়ের আক্রমণে নেমেছে তা সংগঠনের নজরে এসেছে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ করার জন্য সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে জিন্দালকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তার তীব্র নিন্দা করছে সংগঠন। বিরোধী শিবিরের একাংশের ভূমিকা সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে বলে মনে করে সংগঠনের সদস্যরা। বিবৃতিতে জানানো হয়েছে, জিন্দালের কুশপুতুল যারা পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সংগঠন অনুরোধ করেছে। লোকসভার ভোটগ্রহণ পর্বকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সে কথা উল্লেখ করে আশুতোষ জিন্দাল বলেন, ‘‘ ত্রিপুরার রাজনৈতিক দলগুলির একাংশ সমালোচনা করতে গিয়ে যে ভাবে ব্যক্তিগত স্তরের কুৎসা করছে তা আইএএস অফিসারদের ত্রিপুরা চ্যাপ্টার মেনে নিতে পারেনি। প্রতিবাদ করেছে।’’

Advertisement

বিধায়কের স্বামী আটক
নিজস্ব সংবাদদাতা • শিলচর

অসমের বিধায়ক রুমি নাথের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী জ্যাকি জাকিরকে আটক করেছে পুলিশ। দক্ষিণ অসমের ডিআইজি বিনোদ কুমার জানিয়েছেন, “জ্যাকির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন রুমি নাথ।” এর পরই জাকিরকে থানায় তুলে আনা হয়। তবে এখনও গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। অসমের কাছাড় জেলার বড়খলার কংগ্রেস বিধায়ক রুমি পরে সাংবাদিকদের জানান, ‘‘অনেক দিন থেকেই জ্যাকি নির্যাতন করে চলেছে। কথায়-কথায় মারধর করে। টাকাপয়সা ছিনিয়ে নেয়। প্রতি রাতে নেশা করে বাড়ি ফেরে।” কালও একই ভাবে মাতাল হয়ে ফেরে। প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে মারধর। রুমির অভিযোগ, “এক সময় হাত-পা বেঁধে ও আমাকে মেরে ফেলতে চায়। কোনও রকমে রেহাই পেয়েছি।’’ জ্যাকি অবশ্য থানায় বসে সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

রাষ্ট্রপতির সফর, বনধ ইম্ফলে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

রাষ্ট্রপতির সফর বয়কট করে বনধ ডাকল জঙ্গিরা। আগামী কাল মণিপুর বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ইম্ফলে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সফরকে বয়কট করার আহ্বান জানিয়ে ১২ ঘন্টার বনধ ডেকেছে মণিপুরের সাতটি জঙ্গি সংগঠনের যৌথ মঞ্চ। পরিস্থিতি সামাল দিতে মণিপুর পুলিশের কমান্ডো ও আসাম রাইফেল্স-এর জওয়ানরা গত দু’দিন ধরে শহর ও আশপাশে চিরুণি তল্লাশি চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় চত্ত্বরের বিভিন্ন স্থানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তথা রাজ্যপাল ভি কে দুগ্গল নিজে।

স্কুল ওড়াল মাওবাদীরা
নিজস্ব সংবাদদাতা • পটনা

দোতলা একটি স্কুল বাড়ি উড়িয়ে দিল মাওবাদী জঙ্গিরা। মুঙ্গের লোকসভা ভোটের সময় নির্বাচনী কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনীর এখানেই থাকার ব্যবস্থা হয়েছিল। সেই কারণে এই বিস্ফোরণ বলে পুলিশ কর্তাদের ধারণা। আজ ভোর রাতে লখিসরাই জেলার কজরা থানা এলাকার পুরুষোত্তমপুরের এই বিস্ফোরণে দোতলা স্কুল বাড়িটির প্রভূত ক্ষতি হয়েছে। গত ১৭ এপ্রিল এখানে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে এই স্কুল বাড়িটিতে সিলিন্ডার এবং ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় দোতলা বাড়িটির এক তলাটি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়েও এখানে কোনও বাহিনী ছিল না।

হিমাচলেও নিষিদ্ধ রামদেবের শিবির

উত্তরপ্রদেশের পর এ বার হিমাচলপ্রদেশেও নিষিদ্ধ করা হল রামদেবের শিবির। রাহুল দলিতদের বাড়িতে ‘মধুচন্দ্রিমা’ করতে যান মন্তব্য করা নিয়ে সোমবার ফের যোগগুরুর বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনে মামলা করা হয়েছে মহারাষ্ট্র, বিহারে এবং রাজস্থানে। ২৫ এপ্রিল লখনউয়ে রামদেব বলেন, “রাহুল আসলে একটি দলিত মেয়েকে বিয়ে করেছে। ও দিকে সনিয়া বলেছেন, আগে প্রধানমন্ত্রী হয়ে নাও, তার পর কোনও বিদেশিকে বিয়ে কোরো। রাহুল তাই ওই দলিতদের বাড়ি গিয়ে মধুচন্দ্রিমা ও পিকনিক সারে।” এর পরই নাগপুরের এনসিপি সভাপতি অজয় পাটিল যোগগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের বক্তব্য, দলিতদেরও সম্মানহানি হয়েছে রামদেবের এ হেন মন্তব্যে। বিহার, রাজস্থানেও একই অভিযোগ । রামদেবের দাবি, কংগ্রেস তাঁর মন্তব্যকে বিকৃত করে দলিত-বিরোধী হিসেবে দেখাচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নরেন্দ্র চৌহান বলেন, অরাজনৈতিক অনুষ্ঠানে যাতে কোনও ভাবে রাজনৈতিক প্রচার করা না হয়, সে জন্যই রামদেবের শিবির নিষিদ্ধ করা হয়েছে।

দেহ উদ্ধার

এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গত কাল রাত ন’টা নাগাদ আগরতলা শহরতলির নয়নিয়ামুড়া এলাকায় অর্ধনগ্ন অবস্থায় ২০-২১ বছরের এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা মহিলাকে ধর্ষণ করে, শ্বাসরোধ করে হত্যা করেছে। এখনও মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। তার পরিচয় এখনও জানা যায়নি। হত্যাকারীর সন্ধানে পুলিশের তল্লাশি চলছে।

দুর্ঘটনায় মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর বাইক উল্টে মৃত্যু হয়েছে যুবকের। আহত হন যুবকের এক বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাতে ধুবুরির মদেরগোলা এলাকার রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম সুলেমান ভুঁইয়া (৩৫)। তিনি ধুবুরির লোন অফিস লেন এলাকার বাসিন্দা।


গুজরাতের খেরালুতে এক খুদে সমর্থক। ছবি: রয়টার্স


জঙ্গি বিস্ফোরণে থমকে গিয়েছিল ভোট। সোমবার দুমকার শিকারি
পাড়ার সেই বুথে চলছে ভোট গ্রহণ। চন্দন পালের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন