তথাগতর মন্তব্য ঘিরে ফের বিতর্ক

ফের বিতর্কিত টুইট করলেন ত্রিপুরার রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। সংসদে যখন জওহরলাল নেহরুর অবদান স্মরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই ‘রাজ্যপাল’ তথাগত রায় টুইট করে লিখলেন, নেহরুর তিনটি অবদান হল: কাশ্মীরে একতরফা সংঘর্ষবিরতি, হিন্দি-চিনি ভাই-ভাই স্লোগান ও ১৯৬২ সালের চিন যুদ্ধে পরাজয় এবং বাঙালিদের দ্বিখণ্ডিত করা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০৩:৩৩
Share:

ফের বিতর্কিত টুইট করলেন ত্রিপুরার রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। সংসদে যখন জওহরলাল নেহরুর অবদান স্মরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই ‘রাজ্যপাল’ তথাগত রায় টুইট করে লিখলেন, নেহরুর তিনটি অবদান হল: কাশ্মীরে একতরফা সংঘর্ষবিরতি, হিন্দি-চিনি ভাই-ভাই স্লোগান ও ১৯৬২ সালের চিন যুদ্ধে পরাজয় এবং বাঙালিদের দ্বিখণ্ডিত করা।

Advertisement

সম্প্রতি অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে তথাগতবাবুই বলেছিলেন, ‘‘মুসলিমরা প্রকাশ্যে শুয়োর খেলে তবেই ভারসাম্য আসবে।’’ ওই মন্তব্য নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল। তার রেশ না কাটতেই সরাসরি দেশভাগ, চিন যুদ্ধে হার এবং পাকিস্তানকে কাশ্মীরের অংশ দিয়ে দেওয়ায় নেহরুকে দায়ি করলেন তথাগতবাবু। ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত অবশ্য দ্রুত তথাগতবাবুর সঙ্গে দলীয় দূরত্ব বাড়িয়ে বলেন, ‘‘রাজ্যপাল যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে বিজেপির নীতি, আদর্শ বা বক্তব্যের কোনও যোগ নেই। আমি নিজে টুইটার দেখি না। সোশ্যাল মিডিয়ায় তথাগতবাবু যে মন্তব্য করেছেন তার দায় দলের নয়।’’ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস পরিষদীয় দলের প্রধান সুদীপ রায়বর্মণ বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা উত্তর পর্বে দেশের জন্য কংগ্রেসের নেতাদের অবদান অনেক। নেহরু-সহ কংগ্রেস নেতাদের অবদান খাটো করে দেখাতেই নোংরা রাজনীতির খেলায় নেমেছেন তথাগতবাবু। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’’ সিপিএমও জানায়, রাজ্যপালের পদে থেকে এমন বিতর্কিত মন্তব্য করা উচিত নয়।

খোদ রাজ্যপাল আজ সন্ধ্যায় আনন্দবাজারকে বলেন, ‘‘আমি টুইটে যা লিখেছি— তা থেকেই সব পরিষ্কার। এ নিয়ে ব্যাখ্যা নিষ্প্রয়োজন। আলাদা করে কিছু বলব না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন