দাঙ্গার কথা খুঁচিয়ে জেটলির হাতে অস্ত্র দিলেন প্রতিপক্ষই

শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে অমৃতসরের কঠিন লড়াইয়ে অরুণ জেটলির হাতে নতুন অস্ত্র তুলে দিলেন প্রতিপক্ষ ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ভোট বাজারে তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বও। কংগ্রেস হাইকম্যান্ড অমরেন্দ্রকেই সাফাই দিতে বলেছে গোটা ঘটনায়। ক’দিন আগে এক সাক্ষাৎকারে রাহুল গাঁধী যখন শিখ-বিরোধী দাঙ্গায় কিছু কংগ্রেসের নেতা জড়িত থাকার কথা বলেন, তখন থেকে গুজরাত দাঙ্গার অভিযোগকে টক্কর দেওয়ার জন্য কংগ্রেস সহ-সভাপতির সেই মন্তব্যকেই পুঁজি করছেন বিজেপি নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ০৩:৩৮
Share:

শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে অমৃতসরের কঠিন লড়াইয়ে অরুণ জেটলির হাতে নতুন অস্ত্র তুলে দিলেন প্রতিপক্ষ ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। ভোট বাজারে তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্বও। কংগ্রেস হাইকম্যান্ড অমরেন্দ্রকেই সাফাই দিতে বলেছে গোটা ঘটনায়।

Advertisement

ক’দিন আগে এক সাক্ষাৎকারে রাহুল গাঁধী যখন শিখ-বিরোধী দাঙ্গায় কিছু কংগ্রেসের নেতা জড়িত থাকার কথা বলেন, তখন থেকে গুজরাত দাঙ্গার অভিযোগকে টক্কর দেওয়ার জন্য কংগ্রেস সহ-সভাপতির সেই মন্তব্যকেই পুঁজি করছেন বিজেপি নেতারা। এ বার অমরেন্দ্র বললেন, “১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় কোনও ভূমিকা ছিল না জগদীশ টাইটলারের।” এই মন্তব্য অমরেন্দ্রর মুখ থেকে পড়তেই শিখ আবেগের প্রশ্নে জেটলি নিজে তো বটেই, সক্রিয় হয়ে ওঠে গোটা অকালি দল। প্রতিবাদ হয় দিল্লিতেও। সনিয়া গাঁধীর বাড়ি ও কংগ্রেসের দফতরের সামনেও শিখরা হাঙ্গামা করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।

এই প্রথম লোকসভা নির্বাচন লড়ছেন রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি। তাঁর বিপক্ষে লড়তে ক্যাপ্টেন অমরেন্দ্র প্রথমে নিমরাজি থাকলেও শেষ পর্যন্ত তাঁকেই প্রার্থী করা হয়। কিন্তু দিন যত গড়িয়েছে, জেটলির লড়াইটি ক্রমশই কঠিন হয়ে পড়েছে। গোড়া থেকেই জেটলিকে বহিরাগত বলেই প্রচার করে এসেছেন অমরেন্দ্র। যে কারণে অমৃতসরে এক কোটি টাকা দিয়ে একটি বাড়িও কিনতে হয়েছে সেখানকার বিজেপি প্রার্থীকে। কিন্তু শহর এলাকায় প্রভাব থাকলেও অমৃতসর কেন্দ্রের গ্রামীণ এলাকায় খুব বেশি ছাপ এখনও ফেলতে পারেননি জেটলি। আজকাল আবার ভোপাল গ্যাস দুর্ঘটনায় অভিযুক্ত সংস্থা ডাও-এর আইনজীবী হিসেবেও জেটলিকে কটাক্ষ করা শুরু করেছেন অমরেন্দ্র। এই কঠিন লড়াইয়ের মধ্যে শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে আলটপকা এমন অস্ত্র পেয়ে গিয়ে জেটলি সেটাকে পুরোদস্তুর কাজে লাগাতে চাইছেন।

Advertisement

জেটলির প্রশ্ন, “টাইটলারকে ছাড় দেওয়ার অমরেন্দ্র কে? শিখ-বিরোধী দাঙ্গায় আক্রান্তদের থেকে টাইটলারের সঙ্গে অমরেন্দ্রর ব্যক্তিগত সম্পর্কই কি বড় হয়ে দাঁড়াল?” অমরেন্দ্রও এখন বুঝতে পারছেন, বিজেপি-অকালি এখন শিখ আবেগকে তাঁর বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে। তাই এ বার তিনি বলেছেন, “দাঙ্গার পর মানুষের মুখ থেকে যা শুনেছি, তার ভিত্তিতেই আমি এই মন্তব্য করেছিলাম। এই প্রথম নয়, গত তিরিশ বছর ধরে একই কথা বলে আসছি। কিন্তু তা নিয়ে বিজেপি ও অকালি এত হল্লা করছে কেন? অমৃতসর-সহ গোটা পঞ্জাবে হারার ভয়ে?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন