দুর্ঘটনায় মৃত্যু

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে রয়েছেন এক শিক্ষিকা ও দু’টি শিশু। পুলিশ জানায়, আজ সকাল ১০টা নাগাদ ১৫৩ নম্বর জাতীয় সড়কে বোয়ালিপার এলাকায় একটি গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০২:৫১
Share:

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে রয়েছেন এক শিক্ষিকা ও দু’টি শিশু। পুলিশ জানায়, আজ সকাল ১০টা নাগাদ ১৫৩ নম্বর জাতীয় সড়কে বোয়ালিপার এলাকায় একটি গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইক আরোহী নাজিমউদ্দিন মজুমদারের (৪৮) মৃত্যু হয়। গাড়িটি রাস্তার পাশের ক্ষেতে ছিটকে পড়ে। সেটিতে সওয়ার হাইলাকান্দির সংস্কৃতি কর্মী ও হাইস্কুলের শিক্ষিকা পূরবী মিশ্র দেবনাথ, তাঁর স্বামী খুকনবাবু এবং দুই শিশুকন্যা আহত হন। শিলচরের একটি নার্সিংহোমে সকলের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত হাইলাকান্দির সইদবন্দ এলাকার বাসিন্দা নাজিমউদ্দিন মোহনপুর প্রেমলোচন হাইস্কুলের শিক্ষক। তিনি স্কুলে যাচ্ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, সপ্তাহখানেক আগে ওই একই জায়গায় দুর্ঘটনায় আলগাপুর ব্লকের এক বাসিন্দার মৃত্যু হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement