পুলিশের গাড়ির ধাক্কা, রাস্তায় মৃত্যু কাকা-ভাইপোর

পুলিশের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন রক্তাক্ত দুই পথচারী। তা দেখেও গাড়ি না-থামিয়ে পালালেন তাতে সওয়ার পুলিশকর্মীরা। গুরুতর আহত দু’জন দীর্ঘ ক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে ধানবাদের বালিয়াপুরের পাণ্ডেডিহ এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচি শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০৪:০২
Share:

দুর্ঘটনার প্রতিবাদে ধানবাদের পাণ্ডেডিহ এলাকায় পথ অবরোধ। ছবি: চন্দন পাল।

পুলিশের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন রক্তাক্ত দুই পথচারী। তা দেখেও গাড়ি না-থামিয়ে পালালেন তাতে সওয়ার পুলিশকর্মীরা। গুরুতর আহত দু’জন দীর্ঘ ক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে ধানবাদের বালিয়াপুরের পাণ্ডেডিহ এলাকায়।

Advertisement

ধানবাদের পুলিশ সুপার হেমন্ত টোপ্পো জানান, গাড়ির চালক শাহিদ আনসারিকে সাসপেন্ড করা হয়েছে। বালিয়াপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মাওবাদী অধ্যুষিত টুণ্ডি থেকে সিন্দরির ডিএসপি রামশঙ্কর সিংহের গাড়ি ধানবাদের দিকে ফিরছিল। ওই পুলিশকর্তা তাতে না-থাকলেও, কয়েক জন কনস্টেবল ছিলেন। তখন প্রাতর্ভ্রমণ সেরে ফিরছিলেন লালাডিহির বাসিন্দা নবকুমার মিত্র (৫০) এবং তাঁর ভাইপো অরিজিৎ (২০)। পাণ্ডেডিহ এলাকায় ডিএসপি-র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে তাঁদের ধাক্কা মারে। দু’জন ছিটকে রাস্তায় পড়েন। গলগলিয়ে রক্ত বের হতে থাকে। আশপাশের লোকজনের চিৎকার শুনে চালক গাড়ি নিয়ে পালান। গুরুতর আহত দু’জন রাস্তাতেই পড়েছিলেন। এলাকার বাসিন্দারা তাঁদের ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। নবকুমারবাবু চিকিৎসক ছিলেন। কলেজে পড়তেন অরিজিৎ।

এলাকাবাসী জানান, নবকুমারবাবুদের ধাক্কা মেরে পালানোর সময় পুলিশের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও দু’টি গাড়িকে ধাক্কা মারে। ওই সময় ডিএসপির গাড়ির নম্বর-প্লেট খুলে রাস্তায় পড়ে যায়।

Advertisement

ঘটনার প্রতিবাদে প্রায় ৩ ঘন্টা বালিয়াপুর চক অবরোধ করা হয়। গাড়ির চালককে দ্রুত গ্রেফতার করা এবং মৃতদের পরিজনদের ক্ষতিপূরণের দাবি তোলেন অবরোধকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন