ভুয়ো নথিতে কয়লা রফতানির অভিযোগ

ভুয়ো নথিতে কয়লা রফতানির অভিযোগে করিমগঞ্জের ১৪ জনের বিরুদ্ধে নাগাল্যান্ডে মামলা রুজু করা হয়েছে। নাগাল্যান্ড থেকে এ নিয়ে করিমগঞ্জ থানায় খবর পাঠানো হয়েছে। এতে আতঙ্কিত কয়লা রফতানিতে যুক্ত ব্যবসায়ীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০৪:১৪
Share:

ভুয়ো নথিতে কয়লা রফতানির অভিযোগে করিমগঞ্জের ১৪ জনের বিরুদ্ধে নাগাল্যান্ডে মামলা রুজু করা হয়েছে। নাগাল্যান্ড থেকে এ নিয়ে করিমগঞ্জ থানায় খবর পাঠানো হয়েছে। এতে আতঙ্কিত কয়লা রফতানিতে যুক্ত ব্যবসায়ীরা।

Advertisement

অসমে একমাত্র করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়েই বাংলাদেশে কয়লা রফতানি করা হয়। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে মেঘালয়ে কয়লা উত্তোলন বন্ধ। কিন্তু রাতের অন্ধকারে বেআইনি ভাবে ওই রাজ্য থেকে করিমগঞ্জে কয়লা নিয়ে আসা হতো। এতে একটি চক্র জড়িত। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে রফতানির ক্ষেত্রে কোনও আইনি জটিলতা যাতে না হয়, তাই মেঘালয় থেকে উত্তোলিত কয়লা রসিদ লেখা হতো অসমের ডিফু এবং নাগাল্যণ্ডের নাগিনীমারার। কিন্তু নাগিনীমারার চালানগুলির বেশিভাগই নকল ছিল। সম্প্রতি সে রাজ্যের মন থানায় করিমগঞ্জের ১৪ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়ো চালান তৈরির অভিযোগে মামলা রুজু করা হয়। অভিযোগে নাম থাকা কবীর আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তি জানান, কয়েকটি চালানে তাঁর নামে স্বাক্ষর দেখা গিয়েছে। কিন্তু তাঁর স্বাক্ষর নকল করা হয়েছে। তিনি কোনও ভাবেই কয়লা রফতানির ব্যবসায় জড়িত নন। উল্লেখ্য, জাল চালানে কয়লা রফতানির অভিযোগ নিয়ে সিবিআই এবং কেন্দ্রীয় শুল্ক বিভাগ পৃথক ভাবে তদন্ত করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন