মোদীকে সমর্থন জানালেন আলাগিরি

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে ভালই হবে বলে মনে করেন বিদ্রোহী ডিএমকে নেতা এম কে আলাগিরি। ডিএমকে প্রধান করুণানিধির ছেলে আলাগিরিকে সাসপেন্ড করেছে দল। তার পর থেকেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা চলছে। আজ আলাগিরি জানিয়েছেন, দলে কিছু শক্তির চাপ মেনে নিয়ে চলতে হচ্ছে করুণানিধিকে।

Advertisement

সংবাদ সংস্থা

মাদুরাই শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৪ ০৩:২৫
Share:

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে ভালই হবে বলে মনে করেন বিদ্রোহী ডিএমকে নেতা এম কে আলাগিরি। ডিএমকে প্রধান করুণানিধির ছেলে আলাগিরিকে সাসপেন্ড করেছে দল। তার পর থেকেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা চলছে। আজ আলাগিরি জানিয়েছেন, দলে কিছু শক্তির চাপ মেনে নিয়ে চলতে হচ্ছে করুণানিধিকে।

Advertisement

সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও বিজেপি সভাপতি রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেন আলাগিরি। পরে চেন্নাইয়ে দেখা করেন তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। তিনি ডিএমকে-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলে তখনই ধরে নিয়েছিলেন রাজনৈতিক শিবিরের অনেকে।

নিজের সমর্থকদের সঙ্গে কথা বলে ভবিষ্যতের পথ খুঁজে নেবেন বলে জানিয়েছিলেন আলাগিরি। আজ মাদুরাইয়ে তাই সমর্থকদের বৈঠক ডেকেছিলেন তিনি। সেখানেই আলাগিরি বলেন, “মোদী যে ভাল প্রশাসক তা আমি আগেই বলেছি। মোদী প্রধানমন্ত্রী হলে আমি তাঁকে সমর্থন করব।”

Advertisement

আলাগিরির দাবি, তাঁকে অন্যায় ভাবে দুর্নাম দিয়ে সাসপেন্ড করা হয়েছে। করুণানিধি কিছু শক্তির চাপ মেনে নিয়ে চলতে বাধ্য হচ্ছেন। আলাগিরির ইঙ্গিত তাঁর ভাই স্ট্যালিনের দিকে বলেই মনে করা হচ্ছে।

সাসপেন্ড করার পরে আগামী লোকসভা ভোটে আলাগিরিকে টিকিটও দেয়নি ডিএমকে। আজ তিনি বলেন, “দলীয় নির্বাচনে আমার সমর্থকদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। তার প্রমাণ নিয়ে আমি করুণানিধির সঙ্গে দেখা করেছিলাম। তাঁর কথায়, “সমস্যার সুরাহা তো হলই না। উল্টে আমার সমর্থকদের সাসপেন্ড করা হল। আমি দলীয় প্রধানকে জানালাম, তাঁদের সাসপেন্ড করা মানে আমাকেও সাসপেন্ড করা। তার পরে কী হয়েছে আপনারা জানেন।”

ডিএমকে-কে শিক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব আলাগিরির সমর্থকেরা। তবে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীর মতে, এখনই নয়া দল গড়া ভুল হবে। তবে তিনি যে এখনও গুরুত্বপূর্ণ তা লোকসভা ভোটে ডিএমকে-কে বুঝিয়ে দেবেন আলাগিরি। অতীতেও এ কাজ করেছেন তিনি।

কী ভাবে এ কাজ করেন তিনি, তা-ই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন