মোদীর কেন্দ্র জানার পরেই আপ ফেলবে অরবিন্দ তাস

আমদাবাদ-পূর্ব, নাকি বারাণসী বা অন্য কোথাও দাঁড়াবেন নরেন্দ্র মোদী, এখনও তা স্পষ্ট করেনি বিজেপি। আম আদমি পার্টি (আপ) কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মোদী যেখান থেকেই দাঁড়ান না কেন, তাঁর বিরুদ্ধে প্রার্থী হবেন অরবিন্দ কেজরীবাল। যে কারণে আপ আজ তাদের চতুর্থ তালিকায় যে ৬২ জন প্রার্থীর কথা ঘোষণা করেছে, তাতে কেজরীবালের নাম নেই। উত্তরপ্রদেশের প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা করে দিলেও বারাণসী কেন্দ্রটিকে বাদ রাখা হয়েছে এই তালিকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০২:৫৩
Share:

আমদাবাদ-পূর্ব, নাকি বারাণসী বা অন্য কোথাও দাঁড়াবেন নরেন্দ্র মোদী, এখনও তা স্পষ্ট করেনি বিজেপি। আম আদমি পার্টি (আপ) কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মোদী যেখান থেকেই দাঁড়ান না কেন, তাঁর বিরুদ্ধে প্রার্থী হবেন অরবিন্দ কেজরীবাল। যে কারণে আপ আজ তাদের চতুর্থ তালিকায় যে ৬২ জন প্রার্থীর কথা ঘোষণা করেছে, তাতে কেজরীবালের নাম নেই। উত্তরপ্রদেশের প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা করে দিলেও বারাণসী কেন্দ্রটিকে বাদ রাখা হয়েছে এই তালিকায়।

Advertisement

আপ-এর পরিকল্পনাই হল, লড়াইটাকে মোদী বনাম কেজরীবাল করে তোলা। কারণ, তাদের মতে, কংগ্রেস ক্রমেই প্রাসঙ্গিকতা হারাচ্ছে। এখন মোদী-কেজরীবাল লড়াই হলে গোটা দেশেই আপ-কে মূল প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে সুবিধা হবে। শুধু বিজেপি-বিরোধী শক্তিগুলিকে নয়, বার্তা দেওয়া সম্ভব হবে সংখ্যালঘু সমাজকেও। দিল্লি বিধানসভা ভোটেও মূল প্রতিদ্বন্দ্বী শীলা দীক্ষিতের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দলকে উজ্জীবিত করেছিলেন কেজরীবাল। ভোটের ফলেও তার প্রভাব পড়েছিল। এ বারেও মোদীর বিরুদ্ধে নজর-কাড়া চড়া মাত্রার লড়াইকে সামনে রেখে গোটা দেশে তার ফায়দা তুলতে চাইছেন আপ নেতৃত্ব।

আজ সন্ধেয় আপ-এর রাজনৈতিক কমিটির বৈঠকে তাই ঠিক হয়, বারাণসী থেকে মোদীর দাঁড়ানোর কথা চলছে। মোদী শেষ পর্যন্ত কোথা থেকে দাঁড়ান, তার জন্য অপেক্ষা করবে দল। কেননা, মোদীর নাম চলতি সপ্তাহেই ঘোষণা হয়ে যাওয়ার কথা। বৈঠকের পরে আপ নেতা সঞ্জয় সিংহ বলেন, “বারাণসী নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আমাদের কাছে তথ্য রয়েছে যে, মোদী দু’টি আসন থেকে লড়বেন। যার অর্থ মোদী এখন আপকে ভয় পাচ্ছেন। মোদী যদি বারাণসী থেকে লড়েন, দল সেখানে প্রার্থী দেবে। মোদী কোথা থেকে লড়বেন তা চূড়ান্ত হওয়ার পরেই কেজরীবালের কেন্দ্রের নাম ঘোষণা করা হবে।” তাঁর এই মন্তব্যের সূত্রেই রাজনীতির অনেকে মনে করছেন, মোদীর নাম ঘোষণার পরেই সেই কেন্দ্রে কেজরীবালের নাম ঘোষণা করবেন আপ নেতৃত্ব। ফলে আসন্ন নির্বাচনে মোদী বনাম কেজরীবালের লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা।

Advertisement

কারণ কেজরীবাল তাতে ফের দলীয় কর্মীদের বার্তা দিতে পারবেন, তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে সক্ষম। হেভিওয়েট প্রতিপক্ষের ভয়ে পিছিয়ে যান না। বিজেপি-র সামনে কংগ্রেসের বিকল্প তথা মূল প্রতিপক্ষ হিসেবে আপ-কে তুলে ধরাটাও এখন কেজরীবালের কাছে বড় চ্যালেঞ্জ। এক আপ নেতা তাই বললেন, “দলের একটি বড় অংশ ও খোদ কেজরীবাল চান মোদীর বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু বিজেপি আগে মোদীর নাম ঘোষণা করুক তার পরে আমরা আমাদের তাস ফেলব।”

আপ-এর চতুর্থ তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নয়াদিল্লি কেন্দ্রে আশিস খৈতান, দক্ষিণ দিল্লিতে প্রাক্তন সেনাকর্তা দেবেন্দ্র শেরাহওয়াত, বেঙ্গালুরু (সেন্ট্রাল)-এ প্রাক্তন ইনফোসিস কর্তা ভি বালকৃষ্ণন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন