যুবককে মার কিশোরীর

থানার ভিতর এক যুবককে পেটাচ্ছে এক কিশোরী। পিছনে দাঁড়িয়ে এক পুলিশকর্মী। নির্বিকার নন, বরং কিশোরীতে মারতেই উৎসাহ দিচ্ছেন — ‘চল্ বেটা মার!’ মঙ্গলবার ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় চ্যানেলে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মারমুখী ওই কিশোরী উত্তরপ্রদেশের পিলিভিটের বাসিন্দা সঞ্জনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০৩:০০
Share:

থানার ভিতর এক যুবককে পেটাচ্ছে এক কিশোরী। পিছনে দাঁড়িয়ে এক পুলিশকর্মী। নির্বিকার নন, বরং কিশোরীতে মারতেই উৎসাহ দিচ্ছেন — ‘চল্ বেটা মার!’

Advertisement

মঙ্গলবার ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় চ্যানেলে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মারমুখী ওই কিশোরী উত্তরপ্রদেশের পিলিভিটের বাসিন্দা সঞ্জনা। একাদশ শ্রেণির ছাত্রী। আর তার হাতে মার খাচ্ছে যে যুবকটি, তার নাম অঙ্কিত। অভিযোগ, ওই যুবক হামেশাই পথচলতি মহিলাদের উত্যক্ত করে বেড়াত। সঞ্জনার দাবি, সে-ও একাধিক বার এমন দুর্ব্যবহারের শিকার হয়েছে।

বিরক্তি মাত্রা ছাড়াতেই অঙ্কিতের এমন আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সঞ্জনা। এ দিনও সরস্বতী বিদ্যামন্দির কলেজের বাইরে সঞ্জনার পিছু নেয় অঙ্কিত। কিশোরী টানতে টানতে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। আর তার পরই শুরু হয় এলোপাথাড়ি মার। টানা ৪০ সেকেন্ড। এমনকী জুতো খুলেও মারতে দেখা যায় ওই কিশোরীকে। বেধড়ক মারধরের জেরে অঙ্কিত রীতিমতো পায়ে পড়ে ক্ষমা চায় সঞ্জনার। কথা দেয়, এই ভুল আর কোনও দিন হবে না।

Advertisement

আর সঞ্জনা? সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বীরাঙ্গনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement