সরকারি আবাসনের ঘর দখলের ব্যবসা ফেঁদে গ্রেফতার মহিলা

সবাই তাঁকে চিনতেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার হিসেবে। কিন্তু আড়ালে সরকারি আবাসনের ঘর দখল করে ভাড়াটে বসানোর রমরমা ব্যবসা ফেঁদে বসেছিলেন ওই মহিলা। এ নিয়ে নালিশ পৌঁছয় ঝাড়খণ্ড বিধানসভার স্পিকারের কাছে। তাঁর নির্দেশে আজ বিকেলে গ্রেফতার করা হয় রেণুকা সিংহকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০৩:৩৬
Share:

সবাই তাঁকে চিনতেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার হিসেবে। কিন্তু আড়ালে সরকারি আবাসনের ঘর দখল করে ভাড়াটে বসানোর রমরমা ব্যবসা ফেঁদে বসেছিলেন ওই মহিলা। এ নিয়ে নালিশ পৌঁছয় ঝাড়খণ্ড বিধানসভার স্পিকারের কাছে। তাঁর নির্দেশে আজ বিকেলে গ্রেফতার করা হয় রেণুকা সিংহকে।

Advertisement

রাঁচির প্রত্যন্ত লাটমা এলাকার বাসিন্দা রেণুকা। স্পিকার শশাঙ্কশেখর ভোক্তা তাঁর নাম দিয়েছেন ‘লেডি ডন’। পুলিশ সূত্রের খবর, গত রাতে তিনি বিধানসভার এক কর্মীকে ঘর ছাড়ার হুমকি দিয়েছিলেন। চন্দ্রেশ্বর যাদব নামে ওই কর্মী স্পিকারের দ্বারস্থ হন। এ দিন দুপুরে পুলিশকর্তাদের নিজের দফতরে ডেকে পাঠান ভোক্তা। ওই মহিলাকে গ্রেফতার করার নির্দেশ দেন। এর পরই কোতোয়ালি থানার পুলিশ রেণুকাকে গ্রেফতার করে।

ভোক্তা জানান, এইচইসি এলাকার ২ নম্বর সেক্টরে বিধানসভার অফিসার, কর্মীদের আবাসন রয়েছে। সুযোগ বুঝে সেখানে ঘর দখল করতেন ওই মহিলা। কয়েক মাস আগে বেদখল কয়েকটি ঘর পুলিশকে দিয়ে খালি করানো হয়েছিল। সে গুলি সংস্কারের পর নতুন কর্মীদের থাকতে দেওয়া হয়। কয়েক দিন আগে থেকে রেণুকার লোকজন ওই সব ঘর খালি করার হুমকি দিতে থাকে। অভিযোগ, গত রাতে বিধানসভার কর্মী চন্দ্রেশ্বরকে মারধর করা হয়। তাঁর বাড়ির সামনে গুলিও চলে। স্পিকার বলেন, “গুজরাতে এ রকম লেডি ডনের কথা শুনেছিলাম। এ বার দেখছি ঝাড়খণ্ডেও লেডি ডন তৈরি হয়েছে!”

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাঁচি পুলিশের ডিএসপি নিরসা মুর্মূ জানান, ২৫-৩০টি সরকারি আবাসনের ঘরের তালা ভেঙে ভাড়াটে বসিয়েছিলেন ওই মহিলা। কেউ কিছু বললে প্রভাবশালী নেতাদের নাম করে ভয় দেখানো হত। ওই মহিলার সঙ্গে ওই চক্রে জড়িত অন্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement