সলমন খানের গাড়িচাপা দিয়ে হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আর্জি মঙ্গলবার বম্বে হাইকোর্ট থেকে সরানোর আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে। আইনজীবী এম এল শর্মা এই আর্জি জানান। তাতে বলা হয়েছে, রাজ্যের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তা— সকলেই সলমন খানকে বাঁচানোর চেষ্টা করছেন। নিজেদের হাতেই তথ্যপ্রমাণ নষ্ট করে ফেলছেন। ফলে রাজ্যের বাইরে মামলাটি না গেলে কোনও মতেই ন্যায় বিচার সম্ভব নয় বলে দাবি আবেদনকারীর।