হোলিক্রশের সুবর্ণ জয়ন্তী

স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে জোট বাঁধলেন হোলিক্রশ-এর প্রাক্তনীরা। এ পর্যন্ত এই স্কুল থেকে ৪৩টি মাধ্যমিক ব্যাচ বেরিয়েছে। নানা ভাবে যোগাযোগের পর তিনশো জন প্রাক্তনী সংস্থা-র সভ্যপদ গ্রহণ করেছেন। ১ হাজার টাকা করে চাঁদা দিয়ে সুবর্ণজয়ন্তী তহবিল তৈরি করছেন তাঁরা। সেই টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তা থেকে অর্জিত সুদ প্রতি বছর স্কুল ও পড়ুয়াদের কাজে লাগাবেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০৩:০৩
Share:

স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে জোট বাঁধলেন হোলিক্রশ-এর প্রাক্তনীরা। এ পর্যন্ত এই স্কুল থেকে ৪৩টি মাধ্যমিক ব্যাচ বেরিয়েছে। নানা ভাবে যোগাযোগের পর তিনশো জন প্রাক্তনী সংস্থা-র সভ্যপদ গ্রহণ করেছেন। ১ হাজার টাকা করে চাঁদা দিয়ে সুবর্ণজয়ন্তী তহবিল তৈরি করছেন তাঁরা। সেই টাকা স্থায়ী আমানত হিসেবে রেখে তা থেকে অর্জিত সুদ প্রতি বছর স্কুল ও পড়ুয়াদের কাজে লাগাবেন তাঁরা।

Advertisement

মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে স্কুলের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। ১০ অক্টোবর প্রাক্তনীদের কর্মসূচি। প্রাক্তনীদের পক্ষে নীলোত্পল সেনগুপ্ত, গৌরব পাল ও সুদর্শন গুপ্ত বলেন, সেদিন সকাল সাড়ে ছ’টায় জেলা ক্রীড়া সংস্থা থেকে শোভাযাত্রা করে তাঁরা স্কুলে পৌঁছবেন। দিনভর চলবে আলোকচিত্র প্রদর্শনী, প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা, ক্যুইজ, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তাঁরা জানান, এ উপলক্ষে তাঁরা একটি ওয়েবসাইটও তৈরি করেছেন। সেটি দেখে ২৭টি দেশ থেকে হোলিক্রশের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা সভ্যপদ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের আশা, ১০ অক্টোবর পর্যন্ত প্রাক্তনীদের সংগৃহীত তহবিলে বড় অঙ্কের টাকা জমা পড়বে। তা থেকে বার্ষিক সুদের পরিমাণ খুব খারাপ হবে না। তা দিয়ে প্রতি বছর ভালই কাজ করা যাবে। এ ভাবেই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষটি তাঁদের কাছে বিশেষ বর্ষ হয়ে থাকবে বলে জানান পঞ্চাশোর্ধ নীলোত্পলবাবু।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন