টেক টু

বাজারে এখন মোটামুটি দশ-বারো হাজার টাকার মধ্যেই এমন ফোন পাওয়া যাচ্ছে, যাদের স্পেসিফিকেশন দেখলে চোখ কপালে ওঠে। এই যেমন কুলপ্যাড নোট ৫। ফোনের স্ক্রিন সাই়জ ৫.৫ ইঞ্চি, ফুল এইচ ডি। স্ক্রিনে আঁচড় না লাগে তার জন্য প্রোটেকশন দেওয়া আছে। চলে ১.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরে। র‌্যাম ৪ জিবি।

Advertisement
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০০:০৩
Share:

কুলপ্যাড নোট ৫

Advertisement

বাজারে এখন মোটামুটি দশ-বারো হাজার টাকার মধ্যেই এমন ফোন পাওয়া যাচ্ছে, যাদের স্পেসিফিকেশন দেখলে চোখ কপালে ওঠে। এই যেমন কুলপ্যাড নোট ৫। ফোনের স্ক্রিন সাই়জ ৫.৫ ইঞ্চি, ফুল এইচ ডি। স্ক্রিনে আঁচড় না লাগে তার জন্য প্রোটেকশন দেওয়া আছে। চলে ১.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসরে। র‌্যাম ৪ জিবি। ইন্টারনাল মেমরি ৩২ জিবি হলেও মেমরি বাড়ানোর সুযোগ রয়েছে। ফোনে ওটিজি সাপোর্ট করে। পেছনে রয়েছে ১৩ এমপি রিয়ার ক্যামেরা, সামনে ৮ এমপি। সামনের ক্যামেরার সঙ্গে এলইডি ফ্ল্যাশও আছে যাতে এর সাহায্যে কম আলোতেও ছবি তুলতে অসুবিধে না হয়। ওএস অ্যানড্রয়েড ৬.০ কুল ইউআই ৮.০ সহ। পাওয়া যাবে একাধিক রঙে। দাম এগারো হাজার টাকার কাছাকাছি।

Advertisement

লেনোভো জেড২ প্লাস

জেড২ প্লাসের স্ক্রিন সাইজ ৫ ইঞ্চি। ফুল এইচ ডি ডিসপ্লে। স্ক্রিন সাইজটা ছোট বলে হাতে ধরতে বেশ সুবিধেই হয়। ফোনের ফ্রেমটা ফাইবার গ্লাসের এবং খঁাচাটা ম্যাগনেশিয়াম অ্যালয়ের। চলে কোয়ালকম স্যানড্রাগন ৮২০ প্রসেসরে। জেড ২ প্লাস-এ পাবে দু’ধরনের র‌্যাম— ৩ জিবি র‌্যাম, মেমরি ৩২ জিবি। আবার ৪ জিবি র‌্যাম, মেমরি ৬৪ জিবি। ৩ জিবি র‌্যামের ফোনের দাম পড়বে ১৭,৯৯৯ টাকা আর ৪ জিবি-র ক্ষেত্রে ১৯,৯৯৯ টাকা। রিয়ার ক্যামেরা ১৩ এমপি। সামনে ৮ এমপি ক্যামেরা। ওএস অ্যানড্রয়েড ৬.০.১। সামনের ক্যামেরা দিয়ে ওয়াইড অ্যাঙ্গল সেলফি তোলা যায়। চলে ৩৫০০ এমএএইচ হাই ডেনসিটি লিথিয়াম পলিমার ব্যাটারিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন