Lifestyle News

রোম্যান্টিক উইকএন্ড কাটাতে চান? কাজে দিতে পারে এই ৪ প্ল্যান

শুক্রবার আজ। মাসের প্রথম উইকএন্ড। তার ওপর ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে। কার্নিভ্যাল টাইম। তাই প্ল্যান করে ফেলুন রোম্যান্টিক উইকএন্ড। জেনে নিন চার টিপ্‌স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬ ১৩:০১
Share:

শুক্রবার আজ। মাসের প্রথম উইকএন্ড। তার ওপর ডিসেম্বর শুরু হয়ে গিয়েছে। কার্নিভ্যাল টাইম। তাই প্ল্যান করে ফেলুন রোম্যান্টিক উইকএন্ড। জেনে নিন চার টিপ্‌স।

Advertisement

ফ্রাইডে ফান

সারা সপ্তাহে কাজের চাপের পর শুক্রবার একটু তাড়াতাড়ি অফিসে থেকে বেরনোই যায়। ঝটপট সঙ্গীর সঙ্গে আপনাদের প্রিয় ফুড জয়েন্টে রোম্যান্টিক ডিনার প্ল্যান করে ফেলুন। অথবা কোনও ডান্স ফ্লোরে গিয়ে চলুক চুটিয়ে মস্তি। নটি নাইট-এর আগে এ রকম পার্টি স্ট্রেস কাটানোর জন্য দারুণ। শনিবার সকাল সকাল ওঠারও চাপ নেই।

Advertisement

স্যাটারডে ব্রাঞ্চ

শনিবারে জমিয়ে একটা ব্রাঞ্চ হলে কেমন হয়? এক সঙ্গে দু’জনে মিলে তৈরি করুন খাবার। নিজেদের মতো সময় কাটান রান্নাঘরে, মাঝে চলুক খুনসুটি।

রম-কম টাইম

শনিবার সন্ধেয় একটা রম-কম হলেই জমে যাবে। তবে সিনেমা হলে নয়, বাড়িতে। হোম থিয়েটার থাকলে তো কথাই নেই। নাহলে টেলিভিশন বা ল্যাপটপেই দেখুন। সঙ্গে থাক পপকর্ন।

ডিনার ডেট

দু’জনে একান্তে যান ডিনার ডেটে। ফোন, ইন্টারনেট অফ থাকুক। শুধু নিজেদের সময় উপভোগ করুন। যদি বাড়িতেই থাকতে চান তাহলে বাড়িতেই খাবার আনিয়ে নিন বা নিজেরা পছন্দ মতো রান্না করুন। টেবল সাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে উপভোগ করুন নিজেদের সময়। শুধু অতিথি এলেই কেন? এক দিন শুধু নিজেরা নিজেদের উপভোগ করুন।

আরও পড়ুন: সুস্থ থাকতে দিনের যে চার সময়ে জল খাওয়া প্রয়োজন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement