আমরা সকলেই চাই নিজেদের সবচেয়ে প্রিয় সম্পর্ক যেন সব সময় সুন্দর থাকে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক গভীর থাকে। কিন্তু তা সত্ত্বেও কেন সম্পর্কে দূরত্ব বাড়ে? কেনই বা এত অভিযোগ জমে আমাদের? কিছু ছোট ছোট বিষয় মাথায় রাখলেই সম্পর্ক সুন্দর করে তোলা যায়। আবার এই ছোট ছোট বিষয়গুলো আমরা ভুলে যাই বলেই দূরে সরে যেতে থাকি একে অপরের। জেনে নিন এমনই ৫ ছোট ছোট বিষয়।
আরও পড়ুন: এমন আজব প্রথাও রয়েছে এ দেশের বিয়েতে!