লভ বাইট নিয়ে ৫ সাবধানতা

লভ বাইট। উগ্র ভালবাসা, গভীরতা, মাদকতা প্রকাশের অন্যতম ভাষা। লভ বাইট অনেককেই আকর্ষণ করে, অনেকে আবার তা নিয়ে বেশ নেশাগ্রস্ত। কিন্তু লভ বাইটই হয়ে উঠতে পারে বিপজ্জনক। জেনে নিন লভ বাইট নিয়ে পাঁচ অজানা কথা।

Advertisement
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৬:২৯
Share:

লভ বাইট। উগ্র ভালবাসা, গভীরতা, মাদকতা প্রকাশের অন্যতম ভাষা। লভ বাইট অনেককেই আকর্ষণ করে, অনেকে আবার তা নিয়ে বেশ নেশাগ্রস্ত। কিন্তু লভ বাইটই হয়ে উঠতে পারে বিপজ্জনক। জেনে নিন লভ বাইট নিয়ে পাঁচ অজানা কথা।

Advertisement

১। ক্ষত: লভ বাইট কিন্তু আসলে ক্যাপিলারি ছিঁড়ে গিয়ে গভীর ক্ষত তৈরি করে। যা পরে জটিল সমস্যা ডেকে আনতে পারে।

২। আয়রন: সঙ্গীর লভ বাইটে যদি আপনার ত্বকে গভীর লাল দাগ হয়ে যায় তা হলে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

Advertisement

৩। হারপিস: ওরাল হারপিসের মতো মারণ ভাইরাস ছড়াতে পারে লভ বাইটের মাধ্যমে। অবশ্যই সাবধান থাকুন।

৪। স্থায়ী ক্ষত: জেনে রাখুন লভ বাইট থেকে হওয়া ক্ষত কিন্তু সারে না। দাগ থেকে না গেলেও অনেক সময়ই ভিতরের ক্ষত থেকে যায়। রক্তেও সংক্রমণ ঘটতে পারে।

৫। দাগ: আপনার ত্বক যদি অতিরিক্ত সংবেদনশীল হয় তবে স্থায়ী দাগ হয়ে যেতে পারে। নতুন লভ বাইট দেখতে যতটা আকর্ষক, পুরনো ক্ষতের দাগ কিন্তু ততটাই বিরক্তিতে ফেলবে আপনাকে।

আরও পড়ুন: মেকআপ হতে পারে ভয়ের কারণ, কেন জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন