Lifestyle News

বর্ষায় পোষ্যকে সুস্থ রাখতে এই ব্যাপারগুলোয় সতর্ক থাকুন

বর্ষা কালে পোষ্যরা অনেক সমস্যায় পড়ে। ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন ছাড়াও নিউমোনিয়া, সর্দি, কাশির সমস্যা হয়। বাইরে নিয়ে বেরোবেন না বেশি। যাতে বৃষ্টির জল কুকুরের পেটে যেতে না পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ১৭:১৬
Share:

বর্ষাকালে কুকুরের গায়ে পোকা, ইনফেকশন হয়।

বর্ষায় যে শুধু লোম থেকে পোষ্যদের ত্বকের সমস্যা হয় তাই নয়, এই সময় আমাদের মতোই ঠান্ডা লাগা, সর্দি-কাশি, পেটের সমস্যাতেও ভোগে ওরা। বর্ষায় নিজেদের সুস্থ রাখার পাশাপাশি পোষ্যদেরও যত্ন নিন একটু বেশি। জেনে নিন ওদের সুস্থ রাখতে কী করবেন।

Advertisement

শুকনো রাখুন

বর্ষা কালে পোষ্যরা অনেক সমস্যায় পড়ে। ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন ছাড়াও নিউমোনিয়া, সর্দি, কাশির সমস্যা হয়। বাইরে নিয়ে বেরোবেন না বেশি। যাতে বৃষ্টির জল কুকুরের পেটে যেতে না পারে।

Advertisement

ঝড়ে ভয়

কুকুররা ঝড়, বিদ্যুত্ চমকানোয় ভয় পায়। অনেক পোষ্য এই সময় ভয়ে কাঁপতে থাকে, আত্মরক্ষার তাগিদে কামড়েও দিতে পারে। চিকিত্সকরা অনেক সময় পোষ্যদের অ্যান্টি-অ্যাংজাইটি ড্রাগ প্রেসক্রাইব করে থাকেন। পোষ্যকে একটু বেশি সময় দিন। আদর, যত্ন ওদের ভয় কাটিয়ে দেবে।

নিয়মিত স্নান

পোষ্যকে পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি দিন স্নান করানো অবশ্যই উচিত নয়। মাসে এক দিন কোনও অ্যান্টি-সেপটিক শ্যাম্পু দিয়ে অবশ্যই স্নান করান। এতে ত্বকের র‌্যাশ, চুলকানি আটকাতে পারবেন।

রেনগিয়ার

বর্ষাকালে পোষ্যকে নিয়ে হাঁটতে বেরোলে সঙ্গে রাখুন ডগি রেনগিয়ার। যাতে বর্ষার নোংরা জল থেকে রক্ষা করা যায়। এই জল থেকে যেমন ওদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তেমনই ঠান্ডা লেগে জ্বরও আসতে পারে।

আরও পড়ুন: বর্ষায় পোষ্যকে ত্বকের সমস্যা থেকে দূরে রাখার ৫ ঘরোয়া উপায়

খাবার

বর্ষায় খাবার ও জল থেকে সংক্রমণ হয়েই থাকে। আমাদের মতোই ওদেরও তাই খাওয়া-দাওয়ার ব্যাপারে খেয়াল রাখা দরকার। বাড়িতে তৈরি খাবার ও ফোটানো জল দিন পোষ্যকে।

ইনফেকশন

বর্ষায় ইনফেকশন খুবই সাধারণ ঘটনা। মানুষের মতোই পোষ্যেরাও এই সময় ইনফেকশনের কারণে দুর্বল, অসুস্থ হয়ে পড়ে। ফাংগাল ইনফেকশন থেকে বাঁচাতে তাই পোষ্যকে সব সময় পরিষ্কার ও শুকনো রাখুন। খেয়াল রাখুন কোনও ইনফেকশন হচ্ছে কিনা।

ভ্যাক্সিনেশন

বর্ষাকালে কুকুরের গায়ে পোকা, ইনফেকশন হয়। বর্ষার শুরুতেই তাই প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন